বুধবারই শহরে পা দিয়েছেন জুনিয়র বচ্চন। উপলক্ষ ‘বব বিশ্বাস’ ছবির লম্বা শুটিং সিডিউল। ‘কহানি’-র পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষই এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং হবে। এক মাস ধরে চলবে শুটিং পর্ব।
নভেম্বরেই শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’-এর টুইটার হ্যান্ডল থেকে ঘোষণা করা হয়েছিল ববের প্রত্যাবর্তনের খবর। ‘কহানি’-তে সিরিয়াল কিলার ববের চরিত্রে যে মাইলস্টোন শাশ্বত পুঁতে দিয়েছিলেন সেই জায়গায় অভিষেককে দেখে হতাশ হয়েছিলেন নেটিজেনদের একাংশ। নেট জুড়েও উঠেছিল সমালোচনার ঝড়।
‘কহানি’হিট হওয়ার পিছনে বব বিশ্বাসের যে বেশ খানিকটা ভূমিকা ছিল, সে কথা একবাক্যে স্বীকার করবেন সিনেমাপ্রেমীরা। যদিও অভিষেককে সাপোর্ট করে কেউ কেউ লিখেছিলেন, ‘অভিষেক ভাল অভিনেতা। মণিরত্নমের ‘গুরু’-তে তার কিছু ঝলক দেখা গিয়েছে। দেখা যাক ববের চরিত্রে কতটা ছাপ ফেলতে পারে ও!’