প্রায় ১০ বছর আগের কথা। কিন্তু তা ভাবলে এখনও রোমাঞ্চিত হন অভিষেক বচ্চন। এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে। নস্টালজিক হয়ে পড়েন তিনি। দিন কয়েক আগে টুইটারে সেই স্মৃতিই শেয়ার করেছেন নায়ক।
কিন্তু কী সেই স্মৃতি? যে দিন প্রথম অভিষেকের সঙ্গে থাকতে রাজি হয়েছিলেন ঐশ্বর্যা। নিউ ইয়র্কে ‘গুরু’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ঐশ্বর্যাকে প্রোপোজ করেন অভিষেক। কিন্তু সঙ্গে সঙ্গে কোনও জবাব দেননি অ্যাশ। বরং কোনও উত্তর না দিয়েই রহস্য তৈরি করেছিলেন। ঐশ্বর্যার সিদ্ধান্ত না জানতে পেরে অস্বস্তিতে ছিলেন অভিষেকও। অবশেষে এই সেই আকাঙ্খিত উত্তর। কী ভাবে?
আরও পড়ুন, বিয়ের আগেই প্রেগন্যান্ট? ছবিতে উত্তর নায়িকার
২০ এপ্রিল ২০০৭। বিয়ে হয় অভিষেকঐশ্বর্যার। ২০১১এর ১৬ নভেম্বর জন্ম নেয় দম্পতির একমাত্র মেয়ে আরাধ্যা। "" 💍❤️
10 years ago on a freezing New York balcony, she said "yes". 💍❤️
— Abhishek Bachchan (@juniorbachchan) January 13, 2017
২০ এপ্রিল ২০০৭। বিয়ে হয় অভিষেকঐশ্বর্যার। ২০১১এর ১৬ নভেম্বর জন্ম নেয় দম্পতির একমাত্র মেয়ে আরাধ্যা।