Advertisement
২০ এপ্রিল ২০২৪
Abir Sengupta

আবিরের আগামী

প্রবাসী  বাঙালি এই পরিচালক আগামী বছরের গোড়ায় ফের কলকাতা আসবেন, তবে প্রযোজকরূপে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ০৫:০৫
Share: Save:

কিয়ারা আডবাণী অভিনীত ‘ইন্দু কী জওয়ানি’ মুক্তি পাচ্ছে আজ, বড় পর্দায়। ছবির পরিচালক আবির সেনগুপ্ত, যাঁর প্রথম ছবি ‘যমের রাজা দিল বর’, ২০১৪ সালে মুক্তি পেয়েছিল। প্রবাসী বাঙালি এই পরিচালক আগামী বছরের গোড়ায় ফের কলকাতা আসবেন, তবে প্রযোজকরূপে। তাঁরই পার্টনার অনুশ্রী মেহতা পরিচালনা করবেন সেই ছবি। রাঁচী ও দিল্লিতে বেড়ে ওঠা আবির ২০০৯ থেকে মুম্বইয়ে রয়েছেন কাজের সূত্রে। ‘সিআইডি’, ‘সাবধান ইন্ডিয়া’-সহ অনেক উল্লেখযোগ্য কাজ করেছেন ছোট পর্দার জন্য। 'ইন্দু কী জওয়ানি' বলিউডে তাঁর ডেবিউ ছবি, যার কাহিনি ডেটিং অ্যাপ নিয়ে।

‘যমের রাজা…’র সময়ে ছবির অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল পরিচালকের। সেই প্রসঙ্গে আবির বললেন, ‘‘পায়েলের সঙ্গে বহু দিন আর যোগাযোগ নেই। আশা করি ও ভাল আছে।’’ আবির চান, বাঙালি দর্শক তাঁকে চিনুক তাঁর ছবির মাধ্যমে। আগামী প্রজেক্টে কলকাতার অভিনেতাদের সঙ্গেও কাজ করার ইচ্ছে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abir Sengupta Film Indu KI Jawani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE