বয়স মাত্র চার বছর। এর মধ্যেই তাঁকে অন স্ক্রিন দেখার জন্য মুখিয়ে রয়েছে এ দেশের অসংখ্য মানুষ। তিনি আরাধ্যা বচ্চন। বচ্চন পরিবারের কনিষ্ঠতম সদস্যের ব্যাপারে বেশ আশাবাদী দাদু অমিতাভও।
আর অন্য দিকে মাত্র দু’বছরেই বাবা এবং বলিউড দুনিয়ার ‘হার্টথ্রব’ হয়ে উঠেছেন আব্রাম খান। শাহরুখের ছোট্ট ছেলে। শাহরুখ ইদানিং আব্রামের সঙ্গেই কাটান তাঁর বেশির ভাগ সময়।
কিন্তু আলোচনাটা বলিউড শাহেনশা বা বাদশার পরিবারের কনিষ্ঠতম সদস্যের জনপ্রিয়তার তুলনামূলক বিচার করার জন্য নয়। কারণ বর্তমান বলিউড দুনিয়ার সবচেয়ে জনপ্রিয়তম ‘স্টার কিড’ যে আরাধ্যা-আব্রাম তাতে কোনও সন্দেহই নেই। এ বার ভাবুন তো, এখনই যাদের নিয়ে এতো মাতামাতি, ভবিষ্যতে জুটি হিসেবে এই দু’জন কতটা জনপ্রিয় হবেন! এই জল্পনা আগেই উস্কে দিয়েছিলেন শাহরুখ। কিছুদিন আগেই একটি প্রেস মিট-এ শাহরুখকে প্রশ্ন করা হয়, রণবীর-দীপিকা, আলিয়া-সিদ্ধার্থ, ফওয়াদ-সোনমের মধ্যে জুটি হিসেবে সেরা কারা? এর উত্তরে তিনি জানিয়েছিলেন, তাঁর পছন্দের সেরা জুটি আরাধ্যা-আব্রাম। যদিও সে দিনের প্রেস মিট-এ উপস্থিত কাজল শাহরুখের সঙ্গে একমত হতে পারেননি। কারণ কাজলের বক্তব্য, আব্রাম আরাধ্যার চেয়ে দু’বছরের ছোট। এর উত্তরে বলিউড বাদশার জবাব, ‘‘ভালবাসার কোনও বয়স হয় না।’’