বর্ধমানে বিজেপি জেলা পার্টি অফিসে বাইরে দাঁড়িয়ে থাকা বিহারের নম্বরপ্লেটের ৫৫টি বাইককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ‘পরিকল্পিত অশান্তি’— এই অভিযোগে অবস্থান বিক্ষোভে তৃণমূল।
সূত্রের খবর, শনিবার সুনীল গুপ্ত নামে এক ব্যক্তির নামে বিজেপি জেলা পার্টি অফিসের ঠিকানায় বিহারের নম্বরপ্লেট যুক্ত প্রচুর বাইক দাঁড় করানোকে কেন্দ্র করে বর্ধমান রেল স্টেশনের পূর্ব রেলের পার্সেল অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে নামে তৃণমূল। তাঁদের দাবি বাইকগুলির সম্পূর্ণ নথি ও তথ্য প্রকাশ না করা অবধি কোনও ভাবেই সেগুলিকে ছাড়িয়ে নিয়ে যাওয়া যাবে না। এতগুলি বাইক একসঙ্গে বিহার থেকে কী ভাবে এই রাজ্যের এই ঠিকানায় এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন:
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এই ঘটনার তীব্র প্রতিবাদ করে জনিয়েছেন, বিহার থেকে রাজ্যে কী উদ্দেশ্যে এই বাইকগুলি এসেছে তা পরিষ্কার না জানা অবধি তাঁদের এই অবস্থান বিক্ষোভ চলবে। এই বাইকগুলি পরবর্তীকালে অপরাধমূলক কাজের জন্য ব্যবহার করা হতে পারে বলেও সন্দহ প্রকাশ করেছেন তিনি।
অন্য দিকে, বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার মতে, কিছু দিন আগে বিহার নির্বাচনে সময় দলীয়কর্মীদের নির্বাচনী কাজের এই বাইকগুলি ব্যবহার হয়েছিল। সামনে এই রাজ্যে বির্ধানসভা নির্বাচন তাই বাইকগুলি আনা হয়েছে। তিনি আরও জানান, বর্ধমানের জেলা পার্টি অফিস রাঢ়বঙ্গ জোনে অফিস হওয়ায় এখানকার ঠিকানাতেই সেগুলি পাঠানো হয়েছে। প্রত্যেক নির্বাচনের সময়ই এ ভাবেই বাইক আনা হয়। শাসকদল অহেতুক এই বিষয়টি নিয়ে এত জলঘোলা করছে। নির্বাচনের কাজকর্ম করার জন্যই এই বাইকগুলি আনা হয়েছে বলে আশ্বাস দেন তিনি।