বয়স মাত্র চার। কিন্তু খুদে সেলেব হিসেবে লাইমলাইট কেড়ে নিতে তার জুড়ি মেলা ভার। সে হল আব্রাম। শাহরুখ খানের ছোট ছেলে। শনিবার আব্রামের জন্মদিন। এ দিন এই স্টার কিডকে শুভেচ্ছা জানিয়েছেন বলি সেলেবদের একটা বড় অংশ। কিন্তু স্পেশ্যাল উইশ করেছেন পরিচালক কর্ণ জোহর।