জনপ্রিয় সেলেব সন্তানদের তালিকায় সে থাকবে একেবারে প্রথম সারিতে। বয়স মাত্র তিন। কিন্তু এর মধ্যেই দারুণ ভাবে ক্যামেরা সামলাতে শিখেছে। সে অর্থাত্ শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম। ক্যামেরার সামনে নানা ভঙ্গিতে পোজও দিতে শিখেছে। কিন্তু আব্রাম মাঝেমধ্যেই খুব আপসেট হয়ে পড়ে। তার মনখারাপও হয়। জানেন, এর আসল কারণ কী? তা শেয়ার করেছেন খোদ শাহরুখ।
কিঙ্গ খান জানিয়েছেন, আব্রাম এখন প্রায় সময়ই তাঁর সঙ্গে বিভিন্ন শুটিংয়ে ঘোরে। কয়েক মাস আগে ইমতিয়াজ আলির ছবির শুটিংয়ে তাঁর সঙ্গেই তিন মাস ছিল সে। সকলেই আব্রামকে খুব আদর করে। বিশেষ করে মিডিয়ার সামনেও সে খুব স্বচ্ছন্দ। ছবি তোলাটা আব্রামের কাছে নেশার মতো। আর তাতে বাধা দিলেই নাকি মনখারাপ হয় আব্রামের।