Advertisement
০২ মে ২০২৪
Chanchal Chowdhury

‘আসুন ভদ্র হই, প্রশংসা পাওয়া কারও পৈতৃক সম্পত্তি নয়’, ইদে কী মনে করিয়ে দিলেন চঞ্চল

ইদ উদ্‌যাপনে ব্যস্ত সবাই। অনুরাগীদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না চঞ্চল চৌধুরী। ইদ উপলক্ষে কী বার্তা দিলেন অভিনেতা?

Chanchal Chowdhury wishes for Eid

ইদ উপলক্ষে চঞ্চলের বিশেষ শুভেচ্ছা। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ০৯:৪৫
Share: Save:

ও পার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বর্তমানে অবশ্য ‘ওটিটি’র দৌলতে এ পার বাংলায়ও তাঁর সমান জনপ্রিয়তা। কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত ‘হাওয়া’ ছবিটি দেখার জন্য ভিড় হয়েছিল অকল্পনীয়। এত জনপ্রিয়তা এত প্রশংসার পরেও সকলের কথায় তিনি নাকি মাটির মানুষ। বিভিন্ন সাক্ষাৎকারেও সেই ব্যক্তি চঞ্চলের দেখা পেয়েছেন সবাই। সেই ঝলকই আবার মিলল।

সবাই ইদ উদ্‌যাপনে ব্যস্ত। অভিনেতাও তাঁর সকল অনুরাগীকে জানালেন ইদের শুভেচ্ছা। তা-ও একটু অন্য ভাবে। নিজের একটি ছবি পোস্ট করে চঞ্চল লেখেন, “যে কোনও ব্যাপারে কেউ কোনও প্রশংসা করলে তাঁকে অন্তত ধন্যবাদটা দিতে হয়। এটা ভদ্রতা। অনেকে প্রশংসা পাওয়াটাকে তাঁদের পৈতৃক সম্পত্তি বলে মনে করেন। এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সবাইকে ইদ মুবারক। আসুন সবাই মানবিক ও ভদ্র হই।”

নিজের ছবি দিয়ে এই ভাবে ইদের শুভেচ্ছা জানানোর পর প্রচুর মানুষ মন্তব্য করেছেন। তবে অনেকের প্রশ্ন, কার উদ্দেশে এমনটা লিখলেন চঞ্চল। কিন্তু বরাবরই কোনও ঝামেলা, বিতর্কে জড়াতে নারাজ অভিনেতা। তাই সত্যিই কারও উদ্দেশে এমনটা লিখলেন, না কি এ তাঁর সাধারণ উপলব্ধি, তাই নিয়েও চলছে চর্চা। সেই প্রশ্ন থেকেই যায়। তবে চঞ্চলের এই ভাবনার পাশে তাঁর ভক্তরা। কেউ লিখেছেন, “একেই বলে সত্যিকারের সভ্যতা। খুব ভাল বলেছেন।” কেউ লিখেছেন, “কথাগুলো অনবদ্য ভাইয়া।”

দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন চঞ্চল। ডিসেম্বরে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত সিরিজ় ‘কারাগার ২’। এরই মধ্যে শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পদাতিক’-এর শুটিং। যে ছবিতে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE