টলিউড তাঁদের নাম দিয়েছে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। ‘টনিক’ ছবিতে প্রথম জোট তাঁদের। এখনও পর্যন্ত তিনটি বাণিজ্যসফল ছবি তাঁদের ঝুলিতে। জুন মাসে শুরু হবে অতনু রায়চৌধুরী-দেব-অভিজিৎ সেনের চতুর্থ ছবি ‘প্রজাপতি ২’। এরই ফাঁকে নতুন খবর, বড় পর্দায় আবার ফিরছেন সফল পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায়। তাঁদের তৃতীয় ছবি নিয়ে। প্রযোজনায় অতনুর বেঙ্গল টকিজ়।
তার থেকেও বড় চমক, এই ছবিতে প্রথম জুটি বাঁধতে চলেছেন যিশু সেনগুপ্ত-শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিপাড়ায় ইতিমধ্যেই খবর চাউর। যদিও আনন্দবাজার অনলাইনের কাছে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি অতনু-লীনা-শৈবাল, কেউই। লীনা বরাবর পরিবারিক গল্প বলতে ভালবাসেন। কী ছোট পর্দা কী বড় পর্দা, তাঁর কলম সম্পর্ক, ভালবাসা, পারিবারিক নানা স্তর তুলে ধরতে ভালবাসে। এ বারেও তার অন্যথা হচ্ছে না। বাড়তি যোগ, ছবিতে মনস্তাত্ত্বিক দিকটিও তুলে ধরবেন লীনা, এমনটাই শোনা যাচ্ছে।

অতনু রায়চৌধুরী, লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় ফিরছেন।
এই দুই তারকা অভিনেতা ছাড়া আর কারা থাকছেন? দেব-লীনার ছবি ‘সাঁঝবাতি’ দিয়েই দেব-অতনুর পথ চলা শুরু। এই ছবি দিয়ে একক ভাবে বেঙ্গল টকিজ়ের পথচলা শুরু। লীনার আগামী ছবিতে সেই দেব থাকবেন না? শোনা যাচ্ছে, বাকি অভিনেতাদের এখনও বাছাই পর্ব চলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেব থাকবেন। শোনা যাচ্ছে, অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবেও ছবির সঙ্গে যুক্ত থাকতে পারেন তিনি। প্রসঙ্গত, এর আগে দেব-যিশু একাধিক ছবিতে পর্দা ভাগ করেছেন। গত বছরেই তাঁদের ছবি ‘খাদান’ ব্লকবাস্টার। পাশাপাশি, দেব শ্রাবন্তীর সঙ্গেও একাধিক ছবিতে অভিনয় করেছেন। বহু সফল ছবির হিট জুটি তাঁরা। মাঝে দীর্ঘ সময় আর তাঁদের পর্দায় দেখা যায়নি। তাই ত্রয়ীকে পর্দায় দেখার জন্য বাংলা বিনোদন দুনিয়া মুখিয়ে।
আরও পড়ুন:
তবে দেব নাকি এসভিএফ প্রযোজিত ‘রঘু ডাকাত’-এর শুটিং আগে শেষ করবেন। তার পরে লীনা-শৈবাল-অতনুর ছবি সেটে যাবে।