Advertisement
E-Paper

বড়দিনে কবীর ‘সান্তা’! কোয়েল জানালেন সান্তার কাছে কোনও দিন চকোলেট চাননি

একদম ছোটবেলায় মায়ের হাত ধরে অভিনেত্রী বড়দিনের আগের সন্ধেয় পৌঁছে যেতেন নিউ মার্কেটে। সেখান থএকে কিনে আনতেন ক্রিসমাস ট্রি, বেলুন, ঘণ্টা, স্টার, আলো আর সাজানোর রঙিন জরি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১২:৪৯
কোয়েল মল্লিক।

কোয়েল মল্লিক।

বড়দিনের বড় খবর। ফের তৈমুর আলি খানকে গোল দিলেন কোয়েল মল্লিক-নিসপাল রানের একমাত্র ছেলে কবীর। ২৫ ডিসেম্বর সক্কাল সক্কাল খুদে সোশ্যাল মিডিয়ায় হাজির সান্তাক্লজ সেজে। একরত্তিকে তার অভিনেত্রী মা সাজিয়েছেন সান্তার মতোই লাল জামা, লাল টুপিতে। পোশাকের পাইপিংয়ে সাদা বর্ডার।

নতুন সাজে সেজে খুব খুশি কবীরও। এক গাল হেসে মায়ের কোলে চেপে ছবিও তুলেছে। সেই ছবি সোশ্যালে শেয়ার করতেই জোর শোরগোল। নেটাগরিকেরা শুভেচ্ছার পাশাপাশি আশীর্বাদও জানিয়েছেন।
শীত এলেই মন খুশি হয়ে যায় কোয়েল মল্লিকেরও। সোশ্যাল পেজে নিজের ছোটবেলার বড়দিনের গপ্পো শুনিয়েছেন অভিনেত্রী। তাঁরও মাথায় আলো জ্বলা সান্তা টুপি।

টুকরো স্মৃতির ঝাঁপি উপুড় করতেই বেরিয়ে এল হরেক মজাদার কাহিনী।যেমন?

একদম ছোটবেলায় মায়ের হাত ধরে অভিনেত্রী বড়দিনের আগের সন্ধেয় পৌঁছে যেতেন নিউ মার্কেটে। সেখান থএকে কিনে আনতেন ক্রিসমাস ট্রি, বেলুন, ঘণ্টা, স্টার, আলো আর সাজানোর রঙিন জরি। বাড়িতে এসে সেই সব দিয়ে সাজাতে বসতেন গাছ, বাড়ি।

A post shared by Koel Mallick (@yourkoel)

অপেক্ষায় থাকতেন, কখন সান্তাক্লজ আসবে? কখন তার মোজা ভরে উঠবে নানা উপহারে?
মায়ের কথামতো আগের দিন রাতে স্পেশ্যাল প্রার্থনায় বসতেন কোয়েল। তার পরে শোবার ঘরের জানালায় ঝুলিয়ে দিতেন মোজা। পরের দিন সকালে চোখ খুলেই মোজার ভিতর হাত। সঙ্গে সঙ্গে খুশির হাসিতে আলো টুকটুকে মুখ।

আরও পড়ুন: বজ্রাসনে বসলেন ইমন! কার পিঠের উপর?

কী থাকত মোজার ভিতরে? নানা স্বাদের চকোলেট, লজেন্স। কোয়েলের কথায়, ‘‘এই সবই আমি উপরি পাওনা বলে মনে করতাম। কারণ, আমি তো সান্তার কাছে শুধুই খুশি, আনন্দ, ভালবাসা, সবার মঙ্গল চাইতাম!’’

অভিনেত্রী ভুলেও কোনও দিন চকোলেট চাননি!

আরও পড়ুন: ৪ ভিন্ন বয়সের চরিত্রে প্রসেনজিৎ, থাকছে উত্তম কুমার এবং বিকাশ রায়ের ছোঁয়া

Koel Mullick Actress Christmas Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy