আরও পড়ুন : সৃজিতের ‘রাহুল দ্রাবিড়’ অনির্বাণ, বাড়তি জৌলুষ রাহুল, বাঁধন
ফেব্রুয়ারি মাসের ২ তারিখে আনুষ্ঠানিক বিয়ে করতে চলেছেন গায়িকা ইমন চক্রবর্তী। পাত্র সুরকার নীলাঞ্জন ঘোষ। চলতি বছরের অক্টোবরেই আংটি বদল করেছিলেন গায়িকা। কোভিডের কারণে বিয়ের অনুষ্ঠান এবং রিসেপশন একই দিনে রাখছেন শিল্পী। অনুষ্ঠানও ছিমছাম হবে। সিঁদুরদান, মালাবদলের মতো আচারগুলোই শুধু পালন করা হবে। অতিথিদের নিমন্ত্রণ করতে শুরু করে দিয়েছেন গায়িকা। বললেন, ‘‘করোনার কারণে অতিথিসংখ্যা নিয়ন্ত্রিতই রাখতে হচ্ছে। ইচ্ছে থাকলেও অনেককে বলা সম্ভব হচ্ছে না।’’ ইমনের বিয়ের সাজের দায়িত্বে রয়েছেন ডিজ়াইনার অভিষেক রায়। তিনি জানান, ‘‘বিয়ের দিন ইমনকে একেবারে সাবেকি সাজেই দেখা যাবে। লাল বেনারসি আর সোনার গয়না পরবে। নীলাঞ্জন পরবে ধুতি-পাঞ্জাবি।’’
নতুন জীবন শুরুর পাশাপাশি কাজের ক্ষেত্রেও নতুন উদ্যোগ নিয়েছেন গায়িকা। খুলেছেন ইমন চক্রবর্তী প্রোডাকশন হাউস। এই প্ল্যাটফর্ম থেকে নতুন প্রতিভাদের গাওয়ার সুযোগের বন্দোবস্ত করেছেন ইমন।
আরও পড়ুন : দিনভর মেক আপ করলেন কঙ্গনা, কেন?