‘ম্যাডি’র কাঁধে চোট লেগেছে। যেমনতেমন জখম নয়। শেষ পর্যন্ত কিনা অস্ত্রোপচারই করতে হল সেই কাঁধে।
ফিল্মে খুব একটা দেখা না গেলেও কাজ থেমে যায়নি। ইদানীং ওয়েব সিরিজ ‘ব্রিদ’ নিয়েই ব্যস্ত অভিনেতা মাধবন।
কিছু দিন আগে স্নান সেরে বেরিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হইচই ফেলে দিয়েছিলেন অভিনেতা। সোমবার ফের তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে ওয়েব দুনিয়ায়।
কিন্তু এই ছবিতে হাসপাতালে শুয়ে রয়েছেন অভিনেতা! আর এই বেডে থাকা অবস্থাতেই মাধবনের হাসির ছবি মন কেড়েছে নেটিজেনদের। মাধবনের ডান কাঁধে অস্ত্রোপচার হয়েছে।