বদলে যাচ্ছেন রাজেশ শর্মা! তিনি নাকি গোপনে তন্ত্রসাধনা করছেন। পরনে পট্টবস্ত্র। কপালে রক্ততিলক। বাংলা থেকে বলিউড— অনায়াস গতিবিধি তাঁর। অভিনেতার অভিনয় বরাবর প্রশংসা কুড়িয়েছে। তা হলে এ হেন পরিবর্তন কেন? টলিপাড়ার অন্দরের খবর, এর নেপথ্যে পরিচালক দেবালয় ভট্টাচার্য। তাঁর আগামী ছবি ‘ভুগুন’-এ যাবতীয় ভয়ের উপাদান সাজাচ্ছেন তিনি। সেই ছবিতে তন্ত্রসাধকের চরিত্রে দেখা যাবে তাঁকে।
আরও জানা গিয়েছে, দেবালয় রাজেশকে বড় পর্দায় শুধুই তন্ত্রসাধক বানাচ্ছেন না। অভিনেতা নাকি রূপান্তরকামী তান্ত্রিক! যা মনে করাবে হিন্দি ছবি ‘সংঘর্ষ’-এ আশুতোষ রানাকে। তিনি যে ভাবে পর্দাজুড়ে ‘ভয়’ ছড়িয়েছিলেন সেই দায়িত্বই নাকি রাজেশ পালন করবেন এসভিএফের আগামী ছবিতে। প্রসঙ্গত, কপালে বড় টিপ, শাড়ি, নথে সেজে ওঠা আশুতোষের অভিনয় বেশ কিছু দৃশ্যে নায়ক-নায়িকা অক্ষয় কুমার-প্রীতি জ়িন্টাকে ছাপিয়ে গিয়েছিল। অভিনেতার চর্চিত ছবিগুলির মধ্যে ‘সংঘর্ষ’ তাই অন্যতম।
‘ভুগুন’ দিয়ে বাংলা ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউডের অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিতে অভিষেকের সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। খবর, ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। সেট তৈরি করে জোরকদমে শুটিং চলছে। অংশ নিয়েছেন পার্নো মিত্র, সুব্রত দত্ত, লোকনাথ দে, ঋদ্ধি সেন, ডিসিপি অলোক সান্যাল প্রমুখ। যদিও এই পর্বে রাজেশ বা টোটা—কেউই নেই। তাঁরা যোগ দেবেন শুটিংয়ের দ্বিতীয় পর্বে।
অভিষেকের মতো ছবির নায়িকাও কি বলিউডের? খবর, নায়কের বিপরীতে দেখা যাবে নবাগতা আরিয়া রায়কে। শোনা যাচ্ছে, আরিয়া এর আগে একটি মাত্র কাজ করেছেন। কিন্তু সেটি সে ভাবে সাড়া ফেলতে পারেনি। বলিউডের এক প্রথম সারির প্রযোজক এসভিএফের সঙ্গে ‘ভুগুন’-এর সহ-প্রযোজনা করবেন।