প্রতি ভাইফোঁটায় মুখে মুখে ফেরে কথাটা, মেয়েরা কি ফ্যালনা? এ বার বোনফোঁটাও চালু হওয়া দরকার। কিন্তু সংখ্যায় বাড়ে কই এমন নজিরবিহীন ঘটনা? একুশ শতক অবশেষে সাক্ষী রইল এই উলটপুরাণের। অভিনেত্রী সোহিনী সরকার ভাইফোঁটার দিনে জমিয়ে ‘বোনফোঁটা’ নিলেন দিদির থেকে। সেই ভিডিয়ো ক্লিপিং যথারীতি ভাইরাল। উচ্ছ্বসিত নেটাগরিকদের মন্তব্য-- ‘কী মিষ্টি!’
কেমন হল সেই বোনফোঁটা? আসনে বসে সোহিনী। সদ্য স্নান সেরে, নতুন সালোয়ার পরেছেন। খোলা চুল তখনও হালকা ভিজে। পাশে প্রদীপ জ্বলছে। এক থালা মিষ্টি সাজানো। উল্টোদিকে দিদি। সামনে রাখা ফোঁটা দেওয়ার থালা। তাতে চন্দন, ধান-দুব্বো। ‘বোনের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা...’ বলতে বলতে হেসে ফেলেছেন সোহিনীর দিদি।