সোমবার ছিল অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের জন্মদিন। তিনি ধারাবাহিক ‘আনন্দী’র নায়ক ‘আদি’। সাধারণত, বিশেষ দিনে শুটিং থেকে অনেকেই ছুটি নেন। টেলিপাড়া বলছে, এ দিন নাকি অভিনেতার সঙ্গে ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে। স্মৃতি হারিয়ে ফেলেছেন তিনি। কাউকে চিনতে পারছেন না! স্ত্রীকে ‘মা’ সম্বোধন করছেন।
আনন্দবাজার ডট কম অভিনেতার সঙ্গে অনেক বার যোগাযোগের চেষ্টা করেছে। হয় তাঁর ফোন বন্ধ নয় তাঁর ফোন বেজে গিয়েছে। হঠাৎ কী হল অভিনেতার সঙ্গে? সবিস্তার জানতে শেষে ধারাবাহিকের পরিচালক গোপাল চক্রবর্তীর সঙ্গে কথা বলা হয়। কী হয়েছে ঋত্বিকের? হেঁয়ালি জিইয়ে রাখেন তিনিও! জানান, মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। অস্ত্রোপচার করেছেন চিকিৎসক ‘আনন্দী’। তার পরেই স্মৃতি হারিয়ে ফেলেন ঋত্বিক।
আরও পড়ুন:
বিষয়টি জলের মতো পরিষ্কার। অভিনেতার সঙ্গে যা ঘটেছে সবটাই ধারাবাহিক ‘আনন্দী’তে।
জন্মদিনেও ছুটি নেননি ঋত্বিক। সকাল থেকে শুটিং করেছেন। এ দিন তাঁর স্মৃতিশক্তি হারিয়ে ফেলার দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। সদ্য সাত বছরের বড় ব্যবধান দেখানো হয়েছে। নতুন চরিত্র চিকিৎসক ‘সুপর্ণা’ হিসাবে যোগ দিয়েছেন অর্কজা আচার্য। সেই রেশ মিটতে না মিটতেই অসুস্থ ঋত্বিক ওরফে নায়ক ‘আদি’। মুণ্ডিত মস্তকে অস্ত্রোপচারের জন্য তৈরি। আদিকে সুস্থ করে তোলার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন ‘আনন্দী’ ওরফে অন্বেষা হাজরা।
পরিচালকের কথায়, “দর্শককে ছোট পর্দার সামনে বসিয়ে রাখা মস্ত চ্যালেঞ্জ। নিত্য নতুন চমক উপহার না দিতে পারলে তাঁরা দেখবেন কেন? তারই চেষ্টা করছি।”