বিপাশা বসু- বিপাশা বসু কোনও দিন ভাবেননি যে, অভিনেত্রী হবেন। তবুও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন একের পর এক ছবিতে। এক বার কলকাতার এক হোটেলে তাঁর সঙ্গে দেখা হয়েছিল অর্জুন রামপালের প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার। মেহেরই বিপাশাকে মডেলিং করার উপদেশ দিয়েছিলেন। প্রথমে র্যাম্প আর তার পরে বড় পর্দায় নিজের ক্যারিশ্মা দেখিয়েছেন বিপস্।