Advertisement
E-Paper

ব্যক্তিগত বিষয়ে প্রকাশ্যে পরামর্শ চাইলেন অলিভিয়া!

কী নিয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় পরামর্শ চাইলেন অভিনেত্রী? এটুকু বলা যায় ব্যক্তিগত জীবনের একটি বিষয় নিয়ে অনুরাগীদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২৭
অলিভিয়া সরকার। ছবি: অলিভিয়ার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

অলিভিয়া সরকার। ছবি: অলিভিয়ার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

অলিভিয়া সরকার। বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। বিভিন্ন মহলে প্রশংসিত তাঁর অভিনয়। সেই অলিভিয়া এ বার পরামর্শ চাইলেন আপনাদের কাছে।

কিন্তু কী নিয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় পরামর্শ চাইলেন অভিনেত্রী? এটুকু বলা যায় ব্যক্তিগত জীবনের একটি বিষয় নিয়ে অনুরাগীদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি।

আসলে অলিভিয়া নিজের ছোট চুলের লুকের একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কর্পোরেট লুকে ধরা দিয়েছেন ফ্রেমে। এই সাজ কোনও চরিত্রের জন্য সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু বাস্তবেও যদি এমন লুক মেনটেন করেন নায়িকা? যদি ছোট চুলের ফ্যাশন করেন?

আরও পড়ুন, কাজলকে নাকি অভিনয় শিখিয়েছেন শাহরুখ! সত্যি নাকি?

ঠিক এই পরামর্শই চেয়েছেন অলিভিয়া। জানতে চেয়েছেন, ছোট চুলের ফ্যাশন কি তিনি করবেন?

এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘সীমারেখা’য় অভিনয় করছেন অলিভিয়া। তাঁর চরিত্রের নাম টিয়া। এই ধারাবাহিকে ইন্দ্রাণী হালদারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি।

Thinking to chop my real hair too.. what say!! 🤔🤔

A post shared by Alivia (@reel2alivia) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্ল অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

Alivia Sarkar TV Celebrities Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy