এই প্রথম নয়। এর আগেও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ব্যঙ্গ শুনতে হয়েছিল তাঁকে।
কোনও বারই মুখ খোলেননি। এখনও সরাসরি কোনও জবাব দেননি আমিশা। কিন্তু রাগটা যে পুষে রেখেছেন তা বোঝা গেল সোমবার।
সোশ্যাল মিডিয়ায় তারকাদের ‘বডি শেমিং’ বা ট্রোল করার প্রবণতাকে পাত্তা না দিয়ে, অভিনেত্রী ফের তাঁর লেটেস্ট ফোটোশুটের দু’টি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে বিশেষ কিছু না লিখে, শুধু তাঁর মন্তব্য, ‘স্বপ্নের মতো হোক সপ্তাহটা’। কিন্তু কোথায় স্বপ্ন! কোথায় কী!
নায়িকার এমন ছবি দেখে ফের দাঁত-নখ উঁচিয়ে তাঁকে ‘বুলি’ করতে শুরু করেছেন নেটিজেনরা। ফের আক্রমণ করে কার্যত শালীনতার গণ্ডি পার করলেন আমিশা পটেলের ইনস্টাগ্রাম ফলোয়াররা।