কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন অবনীত কৌর। বিরাট কোহলি তাঁর ছবিতে ‘লাইক’ দিতেই রে-রে পড়ে যায় সমাজমাধ্যমে। ক্রিকেট তারকা সেই নিয়ে এক প্রস্ত ব্যাখ্যাও দিয়েছিলেন। কোনও প্রযুক্তিগত ভুলে নাকি অবনীতের ছবিতে ‘লাইক’ পড়ে গিয়েছিল। বিরাট এই যুক্তি দিতে বিতর্ক আরও বেড়ে যায়। নিন্দকেরা বলতে থাকেন,“বিরাট আড়ালে অবনীতের ছবি দেখেন।” এই ঘটনায় রাতারাতি নেটপাড়ায় আরও পরিচিত হয়ে ওঠেন অবনীত। এ বার প্রকাশ্যে এল সেই অবনীত কৌরের পছন্দের মানুষটি কে?
সম্প্রতি মুক্তি পেয়েছে টম ক্রুজ়ের ছবি ‘মিশন ইমপসিবল— দ্য ফাইনাল রেকনিং’। এই ছবিতে অভিনয় করেছেন অবনীত। হলিউড তারকার সঙ্গে এক পর্দায় অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিচিতি পাচ্ছেন অভিনেত্রী। টম ক্রুজ়ের সঙ্গে বেশ কিছু ছবিও ভাগ করে নিয়েছেন অবনীত।
ছবির সঙ্গে টম ক্রুজ়ের প্রশংসা করে লিখেছেন, “আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। প্রত্যেক বার দেখা হলে আপনার অভিজ্ঞতার গল্প শুনি এবং অভিনয় ও ছবি পরিচালনার প্রেমে পড়ে যাই। টম, আপনাকে ধন্যবাদ। কারণ আপনি খুবই বিনয়ী। আবার আপনার সঙ্গে দেখা হবে শীঘ্রই, আশা করছি।”
অবনীতের এই পোস্ট দেখে অনুরাগীদের দাবি, অভিনেত্রীর মনে জায়গা করে নিয়েছেন হলিউড তারকা। টমের পাশে দাঁড়িয়ে তাঁর মুখের লাবণ্য যেন আরও বেড়ে গিয়েছে।
উল্লেখ্য, ‘মিশন ইমপসিবল’-এর অষ্টম ভাগ এটি। জানা যাচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজ়ির এটিই শেষ ছবি।