Advertisement
E-Paper

পূর্ব ভারতের সঙ্গে পরিচয় করালেন ‘অন্ডাল’-এর! নৃত্যগাথা নিয়ে কী বললেন জয়া শীল?

অন্ডাল ছিলেন একজন তামিল কবি তথা সাধিকা। দক্ষিণ ভারতে, বৈষ্ণব মন্দিরগুলিতে বিষ্ণুর পাশে অন্ডালকেও দেখা যায়।

Actress come daner Jaya Seal Ghosh talks about her dance production Andal

মঞ্চে জয়া শীল। ছবি: ফেসবুক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২১:০১
Share
Save

মঞ্চ হোক বা বড় পর্দা, বরাবরই বাছাই করে কাজ করতে পছন্দ করেন জয়া শীল ঘোষ। বেশ কিছু দিন অভিনয় থেকে দূরে থাকলেও, থেমে নেই তাঁর নাচের অনুষ্ঠান। সম্প্রতি কলকাতার টলি ক্লাবে হয়ে গেল তাঁর নাচের অনুষ্ঠান ‘অন্ডাল’।

অন্ডাল ছিলেন একজন তামিল কবি তথা সাধিকা। দক্ষিণ ভারতে, বৈষ্ণব মন্দিরগুলিতে বিষ্ণুর পাশে অন্ডালকেও দেখা যায়। আবার বহু মন্দিরে অন্ডালের পৃথক পূজাকক্ষও থাকে। সাধনা ও প্রার্থনার মাধ্যমে বিষ্ণুর সঙ্গে অন্ডালের পূজিত হওয়ার সফর নৃত্যের মাধ্যমে তুলে ধরেন জয়া। চেন্নাই গিয়ে অন্ডালকে নিয়ে নৃত্যশিল্পী অনিতা রত্নমের কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন জয়া। সেখান থেকেই অনুপ্রেরণা পান তিনি।

জয়া বলেছেন, “আমি ওঁর থেকে অনুপ্রাণিত হয়েছি। তবে আমি অন্য ভাবে অন্ডালকে তুলে ধরেছি। আমি অন্ডালের জীবনটা ছবির মতো করে তুলে ধরতে চেয়েছিলাম।” পূর্ব ভারতের মানুষ এখনও অন্ডাল সম্পর্কে তেমন অবগত নন। তাই জয়ার লক্ষ্য ছিল, পূর্ব ভারতের মানুষের কাছে এই বিষয়টি তুলে ধরা প্রয়োজন। শিল্পীর কথায়, “প্রচলিত আছে, অন্ডাল নাকি মাত্র ১৩ বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন। তার পরে তিনি বিষ্ণুর সঙ্গে একাত্ম হয়ে যান। বিষ্ণুর মধ্যেই নাকি তিনি বিলীন হয়ে গিয়েছিলেন।”

জয়া ছাড়াও এই নৃত্যগাথার কোরিয়োগ্রাফি করেছেন তাঁর গুরু শ্রীধর বাসুদেবন ও পঙ্কজ সিংহ রায়। সঙ্গীতে ছিলেন দক্ষিণী শিল্পী সুধা রঘুরমন।

Jaya Seal Ghosh

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}