শহরে রাস্তায় দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। এমনটাই জানিয়েছে লালবাজারের। বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফ থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে উল্লেখ, গত ১০ বছরে পথ দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা নিম্নমুখী।
পরিসংখ্যান অনুযায়ী ২০১৫ সালে যেখানে মৃত্যুর সংখ্যা ছিল ৪২২ জন, ২০২৫ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫৪-তে। কলকতা পুলিশ এই সাফল্যের কৃতিত্ব দিয়েছে সচেতন নাগরিকদের।
লালবাজারের পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ সালে কলকাতায় পথ দুর্ঘটনায় প্রাণ হারান ৪০৭ জন, ২০১৭ সালে ৩২৯ জন, ২০১৮ সালে ২৯৪ জন, ২০১৯ সালে ২৬৭ জন, ২০২০-তে ২০১ জন, ২০২১ সালে ১৯৬ জন, ২০২২ সালে ১৮৫ জন, ২০২৩ সালে ১৫৯ জন এবং ২০২৪ সালে ১৯১ জন। মাঝে কেবল ২০২৪ সাল ছাড়া বাকি বছরগুলিতে শহরে পথ দুর্ঘটনায় প্রাণহানির রেখচিত্র নিম্নমুখী। মৃত্যুর সংখ্যা আরও যাতে কমিয়ে আনা যায়, সচেতন নাগরিকদের উদ্দেশে সেই আর্জিও রেখেছে কলকাতা পুলিশ।