Advertisement
E-Paper

৪২২ থেকে ১৫৪, কলকাতায় ১০ বছরে উল্লেখযোগ্য ভাবে কমেছে পথ ‌দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা, পরিসংখ্যান কলকাতা পুলিশের

পরিসংখ্যান অনুযায়ী ২০১৫ সালে যেখানে মৃত্যুর সংখ্যা ছিল ৪২২ জন, ২০২৫ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫৪-তে। কলকতা পুলিশ এই সাফল্যের কৃতিত্ব দিয়েছে সচেতন নাগরিকদের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০১:০০
কলকাতা ট্রাফির গার্ড।

কলকাতা ট্রাফির গার্ড। ফাইল চিত্র।

শহরে রাস্তায় দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। এমনটাই জানিয়েছে লালবাজারের। বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফ থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে উল্লেখ, গত ১০ বছরে পথ দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা নিম্নমুখী।

পরিসংখ্যান অনুযায়ী ২০১৫ সালে যেখানে মৃত্যুর সংখ্যা ছিল ৪২২ জন, ২০২৫ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫৪-তে। কলকতা পুলিশ এই সাফল্যের কৃতিত্ব দিয়েছে সচেতন নাগরিকদের।

লালবাজারের পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ সালে কলকাতায় পথ দুর্ঘটনায় প্রাণ হারান ৪০৭ জন, ২০১৭ সালে ৩২৯ জন, ২০১৮ সালে ২৯৪ জন, ২০১৯ সালে ২৬৭ জন, ২০২০-তে ২০১ জন, ২০২১ সালে ১৯৬ জন, ২০২২ সালে ১৮৫ জন, ২০২৩ সালে ১৫৯ জন এবং ২০২৪ সালে ১৯১ জন। মাঝে কেবল ২০২৪ সাল ছাড়া বাকি বছরগুলিতে শহরে পথ দুর্ঘটনায় প্রাণহানির রেখচিত্র নিম্নমুখী। মৃত্যুর সংখ্যা আরও যাতে কমিয়ে আনা যায়, সচেতন নাগরিকদের উদ্দেশে সেই আর্জিও রেখেছে কলকাতা পুলিশ।

Traffic rules Lal Bazar Road Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy