ইন্টারনেটে ট্রোলড সেলিব্রিটিদের তালিকাটা ক্রমশই দীর্ঘ হচ্ছে। সম্প্রতি দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া, রণবীর সিংহ, মিলিন্দ সোমানের পর এ বার পালা দিশা পটানির।
আরও পড়ুন, ‘নিজের ধর্মটা হারিয়ে’ ট্রোলড হলেন রণবীর!
আরও পড়ুন, ছবি সাইন করতে এমন বায়নাক্কা জুড়ে দেন এই বলি তারকারা!
দু’দিন আগেই পুরনো একটি ফোটোশুটের তিনটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ‘বাগি টু’-এর নায়িকা দিশা। সেই ছবির কমেন্টেই তাঁকে সমালোচনার শিকার হতে হল।