Advertisement
E-Paper

‘গর্ভের সন্তান লাথি মারছে, স্পর্শ করে দেখো’, স্বামীর কাছে এ কেমন আবদার অন্তঃসত্ত্বা ইলিয়ানার?

অন্তঃসত্ত্বা অবস্থার বিভিন্ন অভিজ্ঞতা সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় মহিলারা কী কী বিষয়ের সম্মুখীন হয়ে থাকেন, তা-ও তুলে ধরেছেন ইলিয়ানা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৫:২৭
Actress Ileana D’cruz shares her pregnancy experience on social media

ফের মা হচ্ছেন ইলিয়ানা। ছবি: সংগৃহীত।

দ্বিতীয় বার মা হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ়। প্রথম বার তাঁর মা হওয়ার খবর নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল নেটপাড়ায়। সেই সময়ে বাবার নাম প্রকাশ্যে আনেননি ইলিয়ানা। সে সব বিতর্কে কান দেননি তিনি। পরে অবশ্য স্বামী মাইকেল ডোলানের নাম প্রকাশ্যে আনেন। বর্তমানে তাঁরা দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে চলেছেন।

অন্তঃসত্ত্বা অবস্থার বিভিন্ন অভিজ্ঞতা সমাজাধ্যমে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। এই সময় মহিলারা কী কী বিষয়ের সম্মুখীন হয়ে থাকেন, তা-ও তুলে ধরেছেন। এমনই এক অন্তঃসত্ত্বা মহিলার ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে ভাগ করেছেন অভিনেত্রী। সেই মহিলা চাইছেন তাঁর স্বামী তাঁর স্ফীতোদর স্পর্শ করুন। কারণ গর্ভস্থ সন্তান নড়ছে ও লাথি মারছে। ভিডিয়োটি ভাগ করে নিয়ে ইলিয়ানা লিখেছেন, “আমার সৌভাগ্যবান স্বামী দ্বিতীয় বার এই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। তবে সন্তান তার মর্জির মালিক।”

ইলিয়ানা বলতে চেয়েছেন, গর্ভস্থ সন্তান কখন কী করে, তা আগে থেকে অনুমান করা যায় না। সে নিজের খেয়ালেই নাকি চলে। চলতি বছরের শুরুতেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। হাতে ‘প্রেগন্যান্সি কিট’ নিয়ে দেখা গিয়েছিল তাঁকে। তখনই এক অনুরাগী প্রশ্ন করেছিলেন, “আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।”

মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। ২০২৩-এর অগস্ট মাসে তাঁদের কোলে আসে পুত্রসন্তান কোয়া। ২০২৪-এ পুত্রের জন্মদিন পালনও করেন তাঁরা। সেই উপলক্ষে একগুচ্ছ ছবিও ভাগ করে নেন অভিনেত্রী।

Ileana D'Cruz
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy