আর মাধবনের ছবি ‘শয়তান’ সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। গুজরাতি ছবি ‘বশ’-এর হিন্দি সংস্করণে মাধবন ছাড়াও অভিনয় করেছিলেন অজয় দেবগন, জ্যোতিকা ও জানকী বোদিওয়ালা। জানকীর অভিনয় নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। তাঁর অভিনীত চরিত্রটি বশীকরণের শিকার হয়েছিল। অশুভ শক্তি ভর করেছিল জানকী অভিনীত চরিত্র জাহ্নবীর উপরে। দর্শকদের দাবি, গায়ে কাঁটা দেওয়ার মতো অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এই ছবির শুটিং-এর সময়ে পরিচালকের দাবি শুনে অবাক হয়ে গিয়েছিলেন জানকী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি।
পরিচালক কৃষ্ণদেব যাজ্ঞিক নাকি জানকীকে পোশাক পরা অবস্থাতেই প্রস্রাব করতে বলেছিলেন। এই প্রস্তাব শুনে আকাশ থেকে পড়েছিলেন অভিনেত্রী। একটি দৃশ্যের জন্যই নাকি তাঁকে প্রস্রাব করতে বলেছিলেন পরিচালক। দৃশ্যটি ছিল, তান্ত্রিকের বশীকরণে মেয়েটি এতটাই অসহায় হয়ে পড়েছে, শেষে পোশাক পরা অবস্থাতেই প্রস্রাব করে ফেলেছে।
আরও পড়ুন:
ছবির শুটিং শুরু হওয়ার আগে একটি ওয়ার্কশপে পরিচালক এই দৃশ্যের কথা বলেন। প্রথমে এই শুনে চমকে গেলেও পরে দৃশ্যের তীব্রতা কল্পনা করেন জানকী নিজেই। বশীভূত মেয়েটি যদি সত্যিই প্রস্রাব করে দেয়, তা হলে সেই দৃশ্য আরও ভয়াবহ হতে পারে। মেনে নেন অভিনেত্রী নিজেও। তাই অস্বস্তি সরিয়ে রেখে দৃশ্যটিকে বাস্তব রূপ দিতেই রাজি হন তিনি। তবে শেষ পর্যন্ত প্রস্রাব করতে হয়নি জানকীকে। সত্যিই প্রস্রাব করলে, ছবির শুটিং সেটে অসুবিধা তৈরি হতে পারে বলে পিছিয়ে আসা হয়। কৃত্রিম ভাবে সেই দৃশ্য তুলে ধরা হয়েছিল বলে জানান জানকী।