সমস্যা যেন তাঁর পিছু ছাড়ে না। ছবির শুটিং করতে গিয়েও সমস্যায় পড়লেন ও পার বাংলার চর্চিত অভিনেত্রী শবনম বুবলী। নায়িকার শুটিংয়ে বাধা হয়ে দাঁড়ালেন আর এক অভিনেত্রী! বাংলাদেশি সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’র প্রতিবেদনে বলা হয়েছে এমনটাই। শেরপুরের নালিতাবাড়ির ভারতীয় সীমান্তবর্তী এলাকার গারো পাহা়ড় ও তার আসে পাশে নতুন ছবির শুটিং করছিলেন অভিনেত্রী বুবলী। এই ছবিতে নায়িকার বিপরীতে দেখা যাবে ও পার বাংলার অভিনেতা সজলকে। যে অঞ্চলে তাঁরা শুটিং করছিলেন সেখানে বন্য হাতির আনাগোনা রয়েছে। শুটিংয়ের সময় হাতি আক্রমণও করেছে। এ প্রসঙ্গে ‘কালের কণ্ঠ’-কে সজল বলেছেন, “গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায় সময়ই বন্য হাতি আক্রমণ করে। গতকাল আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্য হাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল পরে কোনও ভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সে ভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।”
জঙ্গলে সিনেমার শুটিং। এই বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি অভিনেত্রী জয়া আহসান। অভিনেত্রী নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, “এই আর এক উপদ্রব বনের ভিতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়? মাইকের শব্দ, গান-বাজনা এগুলো কি অ্যালাউ করা ঠিক হবে এ রকম একটা সেন্সিটিভ জায়গায়?” তবে নায়িকার এই কথায় সহমত পোষণ করেছেন বুবলী এবং সজল দু’জনেই। তাঁদেরও দাবি, জঙ্গলে শুটিং হলে পশুপাখিদের খুবই সমস্যা হয়। তারা আতঙ্কিত হয়ে পড়ে। তবে ওই অঞ্চল ক্যামেরায় তুলে ধরলে সিনেপ্রেমীদের যে খুব ভাল লাগবে সে কথা বার বার বলেছেন অভিনেত্রী বুবলী।