Advertisement
৩১ জানুয়ারি ২০২৩
jahnvi Kapoor

Abhishek- Jhanvi: অভিষেকের বিয়ের রাতে হাতের শিরা কাটেন, স্বামী বলেও দাবি করেন এই জাহ্নবী কপূর

এমন এক অভিনেত্রী ওই দিন হাজির হয়েছিলেন এবং নিজেকে অভিষেকের প্রথম স্ত্রী হিসাবে দাবি করতে শুরু করেছিলেন যাঁর কথা কেউ কল্পনাও আনতে পারেননি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ১৪:৪২
Share: Save:
০১ ১৬
কখনও রানি মুখোপাধ্যায়, কখনও করিশ্মা কপূরের সঙ্গে নাম জড়িয়েছে অভিষেক বচ্চনের। করিশ্মার সঙ্গে তো বিয়ের কথাবার্তাও অনেক এগিয়ে গিয়েছিল তাঁর। কিন্তু করিশ্মা বা রানি কেউই অভিষেকের বিয়ের দিন এ নিয়ে ঐশ্বর্যার সঙ্গে দড়ি টানাটানি করতে যাননি।

কখনও রানি মুখোপাধ্যায়, কখনও করিশ্মা কপূরের সঙ্গে নাম জড়িয়েছে অভিষেক বচ্চনের। করিশ্মার সঙ্গে তো বিয়ের কথাবার্তাও অনেক এগিয়ে গিয়েছিল তাঁর। কিন্তু করিশ্মা বা রানি কেউই অভিষেকের বিয়ের দিন এ নিয়ে ঐশ্বর্যার সঙ্গে দড়ি টানাটানি করতে যাননি।

০২ ১৬
বরং এমন এক অভিনেত্রী ওই দিন হাজির হয়েছিলেন এবং নিজেকে অভিষেকের প্রথম স্ত্রী হিসাবে দাবি করতে শুরু করেছিলেন যাঁর কথা কেউ কল্পনাও আনতে পারেননি।

বরং এমন এক অভিনেত্রী ওই দিন হাজির হয়েছিলেন এবং নিজেকে অভিষেকের প্রথম স্ত্রী হিসাবে দাবি করতে শুরু করেছিলেন যাঁর কথা কেউ কল্পনাও আনতে পারেননি।

০৩ ১৬
প্রতীক্ষার বাইরে দাঁড়িয়ে ওই দিন নাকি তিনি মরিয়া চেষ্টা করেছিলেন যাতে অভিষেকের বিয়ে না হয়! বিয়ে আটকাতে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন!

প্রতীক্ষার বাইরে দাঁড়িয়ে ওই দিন নাকি তিনি মরিয়া চেষ্টা করেছিলেন যাতে অভিষেকের বিয়ে না হয়! বিয়ে আটকাতে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন!

০৪ ১৬
ওই অভিনেত্রীর নাম জাহ্নবী কপূর। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীর দৌলতে এই নাম বলিউডে খুব পরিচিত হলেও এই জাহ্নবী কিন্তু আলাদা। ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রী কিন্তু সে ভাবে পরিচিত নন।

ওই অভিনেত্রীর নাম জাহ্নবী কপূর। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীর দৌলতে এই নাম বলিউডে খুব পরিচিত হলেও এই জাহ্নবী কিন্তু আলাদা। ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রী কিন্তু সে ভাবে পরিচিত নন।

০৫ ১৬
কয়েকটি মাত্র ছবিতে তাঁকে দেখা গিয়েছে। তাও পার্শ্বচরিত্রে। অভিষেকের সঙ্গেও একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল।

কয়েকটি মাত্র ছবিতে তাঁকে দেখা গিয়েছে। তাও পার্শ্বচরিত্রে। অভিষেকের সঙ্গেও একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল।

০৬ ১৬
২০০৫ সালের অ্যাকশন-থ্রিলার ছবি ‘দস’-এ অভিষেকের একটি নাচের দৃশ্যে পিছনের সারিতে দেখা গিয়েছিল তাঁকে।

২০০৫ সালের অ্যাকশন-থ্রিলার ছবি ‘দস’-এ অভিষেকের একটি নাচের দৃশ্যে পিছনের সারিতে দেখা গিয়েছিল তাঁকে।

০৭ ১৬
এর দুই বছর পর অভিষেক এবং ঐশ্বর্যার বিয়ে হয়। বিগ বি-র একমাত্র ছেলের বিয়ের বলে কথা। ওই দিন ‘প্রতীক্ষা’ সেজে উঠেছিল নতুন বউয়ের মতোই।

এর দুই বছর পর অভিষেক এবং ঐশ্বর্যার বিয়ে হয়। বিগ বি-র একমাত্র ছেলের বিয়ের বলে কথা। ওই দিন ‘প্রতীক্ষা’ সেজে উঠেছিল নতুন বউয়ের মতোই।

০৮ ১৬
রাতে যখন বরযাত্রী বার হওয়ার কথা এবং অভিষেক ঘোড়ায় চেপে বসার তোড়জোড় করছিলেন, ঠিক সে সময়ই বরযাত্রীর ভিড়ের মাঝে হাজির হয়ে যান জাহ্নবী।

রাতে যখন বরযাত্রী বার হওয়ার কথা এবং অভিষেক ঘোড়ায় চেপে বসার তোড়জোড় করছিলেন, ঠিক সে সময়ই বরযাত্রীর ভিড়ের মাঝে হাজির হয়ে যান জাহ্নবী।

০৯ ১৬
নিজের হাতের শিরা কেটে ফেলেন। রক্তাক্ত অবস্থাতেই অভিষেককে নিজের স্বামী হিসাবে পরিচয় দিতে শুরু করেন।

নিজের হাতের শিরা কেটে ফেলেন। রক্তাক্ত অবস্থাতেই অভিষেককে নিজের স্বামী হিসাবে পরিচয় দিতে শুরু করেন।

১০ ১৬
তাঁর এমন কাণ্ডে উপস্থিত অতিথিদের মধ্যে কানাঘুষো শুরু হয়। তিনি দাবি করতে থাকেন, ‘দস’ ছবির সেটেই তাঁর এবং অভিষেকের মধ্যে বন্ধুত্ব শুরু হয়।

তাঁর এমন কাণ্ডে উপস্থিত অতিথিদের মধ্যে কানাঘুষো শুরু হয়। তিনি দাবি করতে থাকেন, ‘দস’ ছবির সেটেই তাঁর এবং অভিষেকের মধ্যে বন্ধুত্ব শুরু হয়।

১১ ১৬
অভিষেক এবং তাঁর মধ্যে ব্যক্তিগত নম্বরও আদানপ্রদান হয়েছিল বলে দাবি করেন তিনি। তার পর থেকেই নাকি দু’জনে ফোনে এবং ইমেল-এ কথা বলতে শুরু করেন।

অভিষেক এবং তাঁর মধ্যে ব্যক্তিগত নম্বরও আদানপ্রদান হয়েছিল বলে দাবি করেন তিনি। তার পর থেকেই নাকি দু’জনে ফোনে এবং ইমেল-এ কথা বলতে শুরু করেন।

১২ ১৬
তিনি এও দাবি করেছিলেন, তাঁদের মধ্যে এতটাই ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল যে অভিষেক নাকি তাঁকে সিঁদুর পরিয়ে বিয়েও করেছিলেন।

তিনি এও দাবি করেছিলেন, তাঁদের মধ্যে এতটাই ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল যে অভিষেক নাকি তাঁকে সিঁদুর পরিয়ে বিয়েও করেছিলেন।

১৩ ১৬
প্রতীক্ষার বাইরে যখন এ নিয়ে তুলকালাম, তখন বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিল বচ্চন পরিবার। অভিষেক বা অমিতাভ এ নিয়ে একটা কথাও বলেননি। তাঁর দাবির সত্যাসত্য নিয়েও কোনও মন্তব্য করেননি তাঁরা।

প্রতীক্ষার বাইরে যখন এ নিয়ে তুলকালাম, তখন বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিল বচ্চন পরিবার। অভিষেক বা অমিতাভ এ নিয়ে একটা কথাও বলেননি। তাঁর দাবির সত্যাসত্য নিয়েও কোনও মন্তব্য করেননি তাঁরা।

১৪ ১৬
তবে পুলিশ ওই মহিলাকে প্রতীক্ষার বাইরে থেকে সরিয়ে নিয়ে যায়। ওই রাতেই পুলিশ তাঁকে সাহায্যের আশ্বাস দিয়ে থানায় নিয়ে যান। মহিলার থেকে তাঁদের বিয়ের প্রমাণ চান। অভিনেত্রী অবশ্য কোনও প্রমাণ দিতে পারেননি।

তবে পুলিশ ওই মহিলাকে প্রতীক্ষার বাইরে থেকে সরিয়ে নিয়ে যায়। ওই রাতেই পুলিশ তাঁকে সাহায্যের আশ্বাস দিয়ে থানায় নিয়ে যান। মহিলার থেকে তাঁদের বিয়ের প্রমাণ চান। অভিনেত্রী অবশ্য কোনও প্রমাণ দিতে পারেননি।

১৫ ১৬
বিষয়টি কানে গিয়েছিল ঐশ্বর্যরও। বুদ্ধিমতী ঐশ্বর্যও কোনও মন্তব্য করেননি সংবাদমাধ্যমের সামনে। সমস্ত নিয়ম মেনে ওই দিনই বিয়ে হয় অভিষেক এবং ঐশ্বর্যর।

বিষয়টি কানে গিয়েছিল ঐশ্বর্যরও। বুদ্ধিমতী ঐশ্বর্যও কোনও মন্তব্য করেননি সংবাদমাধ্যমের সামনে। সমস্ত নিয়ম মেনে ওই দিনই বিয়ে হয় অভিষেক এবং ঐশ্বর্যর।

১৬ ১৬
পরে অবশ্য এ নিয়ে প্রশ্নের উত্তরে অমিতাভ এবং অভিষেক বিষয়টিকে পুরোপুরি মনগড়া বলে উড়িয়ে দিয়েছিলেন। নেহাত পরিচিতি পাওয়ার জন্যই এ কাজ করেছিলেন বলে দাবি করেন তাঁরা।

পরে অবশ্য এ নিয়ে প্রশ্নের উত্তরে অমিতাভ এবং অভিষেক বিষয়টিকে পুরোপুরি মনগড়া বলে উড়িয়ে দিয়েছিলেন। নেহাত পরিচিতি পাওয়ার জন্যই এ কাজ করেছিলেন বলে দাবি করেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.