পর্দায় অথবা পর্দার বাইরে— উভয় ক্ষেত্রেই তিনি সাহসী অভিনেত্রী। যে কোনও চরিত্রে তুলে ধরেন অনায়াসে। বাস্তবেও তাঁর ক্ষুরধার ব্যক্তিত্বে মুগ্ধ অনুরাগীরা। পর্দায় একাধিক বার সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এ বার সমস্ত সীমা অতিক্রম করতে প্রস্তুত করিনা কপূর খান। ‘হাঁটুর বয়সি’ অভিনেতার সঙ্গে প্রেমে জড়াবেন বেবো। বি-টাউনে এমনই খবর।
পর পর বেশ কয়েকটি ছবিতে বেশি বয়সের অভিনেতাদের বিপরীতে দেখা গিয়েছে তাঁদের অর্ধেক বয়সের নায়িকাদের। তা নিয়ে বিতর্কও হয়েছে। এ বার ছক ভাঙছেন বেবো। তাঁর বয়স এখন ৪৪। শোনা যাচ্ছে, ২০ বছরের এক তরুণের সঙ্গে পর্দায় খোলামেলা দৃশ্যে দেখা যাবে তাঁকে। এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, এই ছবিতে করিনাকে এক ভূতের চরিত্রে দেখা যাবে। এই ছবির চিত্রনাট্যে নাকি রয়েছে নানা চমক যা ভৌতিক ছবির ক্ষেত্রে একেবারেই আনকোরা।
আরও পড়ুন:
এই ছবির গল্প লিখেছেন হুসেইন দলাল। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র ১’ ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। এই ছবি নিয়ে জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে। তবে ছবি নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ধুরন্ধর’ ছবির প্রথম ঝলক। সেই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন অষ্টাদশী অভিনেত্রী সারা অর্জুন। রণবীরের বয়স এখন ৩৮। বয়সের এই ব্যবধান বিতর্ক তৈরি হয়েছে। ‘সিকন্দর’ ছবিতেও রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বাঁধায় কটাক্ষের শিকার হতে হয়েছিল সলমন খানকে। একই বিতর্কে জড়িয়েছেন আমির খানও। ‘সিতারে জ়মিন পর’ ছবিতে জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুটি বেঁধে বিতর্কে জড়িয়েছেন তিনি।