সন্তানের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। তাই এক রিয়্যালিটি অনুষ্ঠানে খেলতে এসেছিলেন এক মহিলা। কিন্তু পরাজিত হন তিনি। এ বার সেই মহিলার সন্তানের চিকিৎসার দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর এই উদ্যোগে মুগ্ধ অনুরাগীরা।
কোয়েলের অনুরাগীর সংখ্যা অসংখ্য। তাঁর নামের সঙ্গে বিতর্কও খুঁজে পাওয়া যায় না। আর এ বার তাঁর মানবিক উদ্যোগ ধরা পড়ল ছোটপর্দার রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন রূপে আসছে এই রিয়্যালিটি শো। প্রথম পর্বে উপস্থিত থাকবেন কোয়েল মল্লিক। এই অনুষ্ঠানে এসে মহিলারা তাঁদের জীবনযুদ্ধের কথা ভাগ করে নেন।
আরও পড়ুন:
ওই অনুষ্ঠানে এক মহিলা এসেছিলেন সন্তানের চিকিৎসার খরচ সংগ্রহ করতে। মহিলার কন্যার মূত্রনালীতে সংক্রমণ। চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু রিয়্যালিটি শো-তে পরাজিত হন সেই মহিলা এবং তিনি ভেঙে পড়েন। তখন কোয়েল সেই মঞ্চেই জানান, ওই বাচ্চার অস্ত্রোপচারের দায়িত্ব তিনি নেবেন।
কোয়েল এই দিন বলেন, “এই অনুষ্ঠান অনেক মহিলার স্বপ্নপূরণের জায়গা এখন। কিন্তু সবাই তো লাখ টাকা নিয়ে যেতে পারে না, খেলায় হার-জিত আছে। যারা বিজয়ী হতে পারল না, তারা কিন্তু পুরোপুরি হেরে যায় না। এই শো কাউকে খালি হাতে ফেরায় না।”
চলতি বছরে মুক্তি পেয়েছে কোয়েলের ছবি ‘সোনার কেল্লায় যকের ধন’। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবিতে কোয়েলের সঙ্গে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী।