Advertisement
E-Paper

শাহরুখের জুতোয় ‘পা গলাচ্ছেন’ রঞ্জিত মল্লিক! সবটাই জামাই রানের পরামর্শে, কী বলছেন কোয়েল?

সরকারি নির্দেশ মেনে সম্প্রতি পুজোর ছবিমুক্তি নিয়ে বৈঠকে বসেছিল নতুন কমিটি। সেখানেই নাকি প্রযোজক রানে জানিয়েছেন, তাঁর ছবি দীপাবলিতে আসতে পারে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৬
কোয়েল আর রঞ্জিত মল্লিক ফের জুটিতে?

কোয়েল আর রঞ্জিত মল্লিক ফের জুটিতে? ফাইল চিত্র।

রঞ্জিত মল্লিক আর কোয়েল মল্লিকের সেই ভিডিয়োটি মনে আছে? যেখানে মেয়ে বাবাকে খাওয়াদাওয়া নিয়ে শাসন করছেন। রঞ্জিত পুজো উপলক্ষে মিষ্টি খাবেনই। কোয়েল কিছুতেই অনুমতি দেবেন না। কারণ, বর্ষীয়ান অভিনেতার ডায়বেটিস আছে। সেই রকমই কিছু নাকি ঘটতে চলেছে পর্দায়। খবর, এ বারের দীপাবলি নাকি বাবা-মেয়ের! জামাই নিসপাল সিংহ রানে ‘স্বার্থপর’ ছবিতে আনছেন তাঁদের। গুঞ্জন, ‘ডিয়ার জ়িন্দেগি’তে শাহরুখ খানকে যে ভূমিকায় দেখা গিয়েছিল, সেই রকম ভূমিকায় দেখা দিতে পারেন বর্ষীয়ান অভিনেতা।

সরকারি নির্দেশ মেনে সম্প্রতি, পুজোর ছবিমুক্তি নিয়ে বৈঠকে বসেছিল নতুন কমিটি। ‘ইম্‌পা’র সভাপতি পিয়া সেনগুপ্তের নেতৃত্বে সেই বৈঠকে যোগ দিয়েছিলেন দেব, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিংহ-সহ টলিউডের প্রযোজক-পরিচালকেরা। সেখানেই নাকি প্রযোজক রানে জানিয়েছেন, দীপাবলিতে তাঁর ছবি আসতে পারে। পরিচালনায় অন্নপূর্ণা বসু। এই দুই তারকা ছাড়াও কৌশিক সেন-সহ বাংলার খ্যাতনামী একাধিক অভিনেতাকে ছবিতে দেখা যাবে।

সদ্য ছবির শুটিং শেষ হয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ছবিতে কি বাবা-মেয়ে হিসাবেই ধরা দেবেন রঞ্জিত-কোয়েল? পরিচালকের মুখে কুলুপ। ফোনে সাড়া দেননি রঞ্জিত, কোয়েল কেউই। এ দিকে টলিপাড়ায় গুঞ্জন, দাদা-বোনের সম্পর্ক নিয়ে ছবি বানিয়েছেন রানে। অতি আধুনিক যুগে এই সম্পর্কের কতটা বিবর্তন ঘটেছে, সেটাই খোঁজার চেষ্টা করেছেন পরিচালক। ছবিতে দাদা-বোনের ভূমিকায় কৌশিক-কোয়েল। বাবা নয়, কোয়েলের ‘ফ্রেন্ড-ফিলোজ়ফার-গাইড’ রঞ্জিত। শাহরুখ যে ভাবে আলিয়া ভট্টের পাশে থেকে ‘ডিয়ার জ়িন্দেগি’তে তাঁকে আগলেছেন। ছবিতে দাদা-বোনের গল্প বলেই সম্ভবত দীপাবলি বা ভাইফোঁটার মতো উদ্‌যাপনকে বেছে নিয়েছেন প্রযোজক।

Koel Mallick Ranjit Mallick Nispal Singh Rane
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy