Advertisement
E-Paper

‘আমরা তিন-চারটে বিয়ে করতেই পারি’, মেঘনার ‘মাচা শো’-এর ভিডিয়ো নিয়ে তোলপাড়, কটাক্ষে বিদ্ধ পর্দার ‘রাকা’

সম্প্রতি ‘মাচা’ অনুষ্ঠান করতে গিয়েছিলেন অভিনেত্রী মেঘনা হালদার। মঞ্চে অনেক কথাই বলছিলেন অভিনেত্রী। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই হইহই কাণ্ড।

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৯
Actress Meghna Halder got criticism after her macha show gone viral

কেন পাঁচ কোটি টাকা চাইলেন মেঘনা? ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে ‘রাকা’ নামেই পরিচিত অভিনেত্রী মেঘনা হালদার। তাঁকে মূলত খলনায়িকার চরিত্রে দেখেই অভ্যস্ত দর্শক। ধারাবাহিকে অভিনয় ছাড়াও বিভিন্ন জায়গায় ‘মাচা’ অনুষ্ঠান করতে যান মেঘনা। স্বাধীনতা দিবসের সময় একটি জায়গায় গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানের মঞ্চে মেঘনার কিছু মন্তব্য এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

মঞ্চে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “আমরা ধারাবাহিকে অভিনয় করি। তাই তিন-চারটে বিয়ে করতে পারি। আপনাদের সন্ধানে ভাল পাত্র আছে? একটা বাংলো চাই, মার্সিডিজ় গাড়ি চাই আর পাঁচ কোটি টাকা, ব্যস এটুকুই।” অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে তোলপাড় সমাজমাধ্যমে। একের পর এক নেতিবাচক মন্তব্যে বিদ্ধ অভিনেত্রী।

মেঘনার ভিডিয়োয় এক জন মন্তব্য করেছেন, “৩০০ টাকায় আপনার মতো অভিনেত্রী পাওয়া যায়।” আবার এক জন লিখেছেন, “আপনার এই ধরনের কথা ভরা মঞ্চে বলতে একটু অস্বস্তি হল না?” যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

২০২৪ সালে অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে ‘মি টু’ অভিযোগ করেছিলেন তিনি। অভিযোগ, বলিউডে পা রেখেই হতে হয়েছিল হেনস্থার শিকার। জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব নাকি মেঘনার ঊরুতে হাত দিয়ে বসেন। তবে ছেড়ে দেওয়ার পাত্রী নন মেঘনা। সপাটে চড় কষিয়ে দেন রাজপালের গালে! সেই ঘটনা এখনও তাঁর স্মৃতিতে টাটকা।

এত বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন, নানা অভিজ্ঞতার সাক্ষী তিনি। তবু কোনও আক্ষেপ নেই তাঁর। বরং যা পেয়েছেন তা-ই অনেক তাঁর কাছে। অভিনয়ের পাশপাশি উদ্যোগপতি হিসাবেও নামডাক আছে মেঘনার। অভিনেত্রী হওয়ার পাশপাশি অন্দরসজ্জাশিল্পী তিনি।

Meghna Halder Bengali TV Actress Macha Show
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy