Advertisement
E-Paper

মাত্র ৪ বছরেরই ঈশানের হাতে ‘অলৌকিক’ গুণ! গর্বিত মা নুসরত কী লিখলেন?

এখন চার বছর বয়স হয়নি। বাকি আরও দুই মাস। একরত্তি ছেলে যে এই কাজও করতে পারবে ভাবতেই পারেননি অভিনেত্রী নুসরত জাহান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৩:২৪
Actress Nusrat Jahan feels blessed as her four years old son made bread for her

ছেলে ঈশানের সঙ্গে নুসরত। ছবি: সংগৃহীত।

২০২৫ সালের সেপ্টেম্বরে তার বয়স হবে চার৷ কিন্তু এখনই সে অনেক খুদের থেকে এগিয়ে। ঈশান দাশগুপ্ত। অভিনেত্রী নুসরত জাহানের চোখের মণি৷ একমাত্র পুত্র। নায়িকার সবটা জুড়ে এখন শুধুই ঈশান। ছেলের ছোট থেকে বড় হওয়ার কোনও মুহূর্তই হারাতে চান না নায়িকা। তাই আগের চেয়ে কাজের পরিমাণও কমিয়ে দিয়েছেন। চেষ্টা করছেন যত বেশি সময় ঈশানকে দেওয়া যায়। তার ছোট ছোট সাফল্যগুলি সব সময় উপভোগ করার চেষ্টা করেন।

তেমনই এক মুহূর্ত ভাগ করে নিলেন নুসরত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে দুটো আটার রুটি। অনেকে ভাবতেই পারেন এই স্যাঁকা রুটির আবার কী বিশেষত্ব?

Actress Nusrat Jahan feels blessed as her four years old son made bread for her

ছেলের বানানো রুটির ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন নুসরত। ছবি: সংগৃহীত।

তাই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, "ছেলে যখন রান্না করতে যায়। আমি ধন্য।" একরত্তি দক্ষ ভাবে রুটি তৈরি করেছে! এ কথা অনেকে ভাবতেই পারবেন না। তবে দর্শকের একাংশের মতে ছোট ঈশান মায়ের গুণ পেয়েছে। নুসরত যেমন সুন্দর ছবি আঁকতে পারেন, তেমনই ভাল রান্না করেন। বিরিয়ানি থেকে কেক, নায়িকার হাতের তৈরি খাবার যাঁরাই খেয়েছেন, প্রশংসা করেছেন। এত ছোট বয়সে ঈশানের এই গুণ দেখে অনেকেই নুসরতকে বাহবা দিয়েছেন৷

জন্মের পর অনেক দিন ঈশানকে ক্যামেরা থেকে দূরে রেখেছিলেন নায়িকা। ২০২৪ সালে ছেলের তৃতীয় জন্মদিন প্রথম বার ভাল ভাবে ছেলেকে প্রকাশ্যে আনেন তিনি। জন্মের পরে অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছিল নায়িকাকে। ছেলের পিতৃপরিচয় নিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয় নায়িকাকেও। অভিনেতা যশই যে ঈশানের বাবা, তা তার জন্মের শংসাপত্রেই পরিষ্কার করে দেন অভিনেত্রী।

Nusrat Jahan Yash Dasgupta Ishan Dasgupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy