এআর রহমানের মন্তব্য নিয়ে তোলপাড় বলিউড। সুরকার জানিয়েছেন, গত আট বছরে সম্ভবত ধর্মীয় বিভাজনের কারণেই তিনি কাজ হারিয়েছেন। এই মন্তব্য নিয়ে তারকারা নানা মত প্রকাশ করেছেন। এ বার মুখ খুললেন রানি মুখোপাধ্যায়। রহমানের সঙ্গে কি তিনি সহমত?
রানি মনে করেন, বলিউড সবচেয়ে ধর্মনিরপেক্ষ একটি জায়গা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথাই বলেছেন। তাঁর কথায়, “বলিউড সবচেয়ে ধর্মনিরপেক্ষ একটি জায়গা। আমি তেমনই বিশ্বাস করি। জাত ও ধর্মের উপর নির্ভর করে কোনও ভেদাভেদ করা হয় না এখানে। আমার ৩০ বছরের কর্মজীবনে আমি অন্তত এমন কিছু দেখিনি।”
অসংখ্য সফল ছবি রয়েছে রানির ঝুলিতে। সম্প্রতি মুক্তি পেল তাঁর ছবি ‘মর্দানি ৩’। রানির স্বীকারোক্তি, “এই ইন্ডাস্ট্রিকে আমি ভালবাসি। আমি আজ যা, এই ইন্ডাস্ট্রির জন্যই। আমি মন থেকে এই কথাটা বলছি। এখানে একটা বিষয়কেই গুরুত্ব দেওয়া হয়, সেটা হল, মেধা। কাজই এই ইন্ডাস্ট্রিতে কথা বলে। দর্শক যে শিল্পীর সঙ্গে যোগ তৈরি করতে পারেন, তিনিই টিকে যান। বলিউড এখনও সবচেয়ে ধর্মনিরপেক্ষই রয়েছে।”
রানি মুখোপাধ্যায় অভিনীত বহু ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন রহমান। কিছু দিন আগে সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, গত আট বছরে তিনি বেশ কিছু কাজ হারিয়েছেন। কারণ হিসাবে তিনি ধর্মীয় বিভাজনের কথাও উল্লেখ করেছিলেন। কটাক্ষের মুখে পড়ে রহমান ফের একটি পোস্টে জানান, তিনি সঙ্গীতের মাধ্যমে সব সময়ে ভারতের সংস্ক়ৃতিকে শ্রদ্ধা জানাতেই চেয়েছেন। তিনি নিজেও ভারতবাসী হিসাবে গর্বিত এবং ভারতীয় বলেই বিপুল স্বাধীনতার মধ্যে তিনি কাজ করতে পারেন। যদিও অনেকের দাবি, চাপে পড়েই এই ব্যাখ্যা দিয়েছেন সুরস্রষ্টা।