দিল্লির রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে কুকুর। নির্দেশ শীর্ষ আদালতের। দিল্লির রাস্তা থেকে সরিয়ে সারমেয়দের রাখতে হবে নির্দিষ্ট আশ্রয়স্থলে (শেল্টার)। শীর্ষ আদালতের এই রায় প্রকাশ হওয়ার পর থেকে পশুপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। সমাজমাধ্যমে বিষয়টিকে কেন্দ্র করে তরজা শুরু হয়েছে। অভিনেত্রী রবিনা টন্ডনও সরব হয়েছেন। তাঁর দাবি, পথকুকুরদের এই পরিণতির জন্য দায়ী স্থানীয়রাই।
দিনের পর দিন রাস্তায় সারমেয়দের সংখ্যা বেড়েই চলেছে। এই প্রসঙ্গে রবিনা বলেছেন, “কুকুরদের সংখ্যা বেড়ে চলেছে ঠিকই। কিন্তু এর জন্য তো এই নিরীহ অবোলা কুকুরগুলোকে দোষারোপ করা যায় না। স্থানীয় প্রশাসন এদের টিকাকরণ বা নির্বীজকরণ কোনওটাই করা প্রয়োজন মনে করেনি।”
আরও পড়ুন:
রবিনা ক্ষোভ উগরে দিয়ে আরও বলেন, “পরিকাঠামো যদি ঠিকঠাক হত, তা হলে আজ এই সিদ্ধান্ত নিতে হত না। স্থানীয় প্রশাসনের জন্যই আজ পথের সারমেয়দের এই অবস্থা। অবিলম্বে এদের নির্বীজকরণ করা দরকার।”
সোমবার সুপ্রিম কোর্ট রায় দেয়, দিল্লি থেকে সরিয়ে ফেলতে হবে পথকুকুরদের। তাদের স্থানান্তরিত করা হবে অন্যত্র। স্থানান্তর করে দেওয়া পশুদের ফের এলাকায় কোনও ভাবেই ফিরিয়ে আনা যাবে না।
পশুরা নিজেদের এলাকা সম্পর্কে ওয়াকিবহল থাকে। স্থানান্তরিত করলে তারা অনেক সময়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাই শীর্ষ আদালতের রায় নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে পশুপ্রেমীদের মনে।