চারিদিক সাজানো লাল আর সোনালি রঙের বেলুনে। উপলক্ষ রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকারের প্রথম বিবাহবার্ষিকী। ২০২৪ সালের অক্টোবরে ধুমধাম করে সামাজিক বিয়ে সারেন যুগলে। ফেব্রুয়ারিতে ছেলের মা হন রূপসা। তিন জনের নানা মুহূর্ত দেখা যায় সমাজমাধ্যমে। বিয়ের প্রথম বর্ষপূর্তির মুহূর্তও ফ্রেমবন্দি করতে ভুললেন না অভিনেত্রী।
বিয়ে, তার পর ছেলে হওয়ার পর বেশ কিছুদিন ছোটপর্দা থেকে দূরে ছিলেন রূপসা। সেই ফাঁকেই তাঁর রোজনামচার মুহূর্তগুলো ভিডিয়ো করা শুরু করেন। এখন প্রায় রোজই ভ্লগ করতে দেখা যায় তাঁকে। বিবাহবার্ষিকীর রাতের উদ্যাপনের মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভুললেন না তাঁরা। শাশুড়ি, স্বামীর থেকে কী উপহার পেলেন অভিনেত্রী?
অভিনেত্রী এবং সায়নদীপকে ‘স্বামী-স্ত্রী’ লেখা টি-শার্ট উপহার দিয়েছেন রূপসার শাশুড়ি। সেই সঙ্গে বেশ কিছু চমকও পেয়েছেন অভিনেত্রী। লুকিয়ে লুকিয়ে রূপসার পছন্দের জিনিসগুলো অর্ডার করেছিলেন সায়নদীপ। পছন্দের টেবিল, আলো উপহার পেয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে খুশি নায়িকা। স্বামীর সঙ্গে রূপসা যে আনন্দে রয়েছেন, ভিডিয়ো যেন সেই আভাসই দেয়। ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে।