Advertisement
১৭ ফেব্রুয়ারি ২০২৫
Rupsha Chatterjee

সাদা শার্টের ফাঁকে উঁকি দিচ্ছে স্ফীতোদর! কী ভাবে মাতৃত্ব উদ্‌যাপন করছেন রূপসা?

পরনে হালকা নীল রঙের ডেনিম প্যান্ট ও সাদা শার্ট। খোলা চুলে বাঁধা চওড়া হেয়ারব্যান্ড। শার্টের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে রূপসার স্ফীতোদর।

Actress Rupsha Chatterjee shares photos from her maternity shoot

রূপসার মাতৃত্বকালীন ফোটোশুট। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:৩৪
Share: Save:

গত বছর পুজোর মরসুমে বিয়ে সেরেছিলেন রূপসা চট্টোপাধ্যায়। তার এক মাস পরেই সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, মা হতে চলেছেন। বর্তমানে আসন্ন ছবি ‘একটি নটীর কথা’র প্রচারেও থাকছেন তিনি। তার সঙ্গে মাতৃত্বের স্বাদও উপভোগ করছেন রূপসা। কখনও স্ফীতোদর নিয়েই উদ্দাম নাচছেন তিনি, কখনও আবার সপরিবারে হুল্লোড়ে মাতছেন। এ বার স্ফীতোদরের ফোটোশুটের ছবি ভাগ করে নিলেন রূপসা।

পরনে হালকা নীল রঙের ডেনিম প্যান্ট ও সাদা শার্ট। খোলা চুলে বাঁধা চওড়া হেয়ারব্যান্ড। শার্টের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে রূপসার স্ফীতোদর। একই রঙের প্যান্ট ও শার্টে ফোটোশুটে সঙ্গ দিয়েছেন রূপসার স্বামী সায়নদীপ সরকার। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, “মাতৃত্বের উদ্‌যাপন করছি।” মাতৃত্বের সময়টুকু কোনও রকম দুশ্চিন্তা ছাড়া উপভোগ করতে চান রূপসা।

চলতি বছরে 8 অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। এক মাস পার হতেই সুখবর দিয়েছিলেন তিনি। তাই শুভেচ্ছার সঙ্গে ধেয়ে এসেছিল কটাক্ষও। বিয়ের এক মাসের মাথাতেই সন্তান হওয়ার সুখবর দিতেই সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। যদিও দু’বছর আগেই আইনি বিয়ে সেরেছিলেন রূপসা। তবে অভিনেত্রী জানতেন, ট্রোলিং হবেই।

এমনকি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের সঙ্গেও রূপসার তুলনা করা হয়েছে সমাজমাধ্যমে। অভিনেত্রী বলেছিলেন, “হ্যাঁ, বেশ কিছু মন্তব্য দেখেছি। কেউ লিখেছেন, কাঞ্চনকাকুকে নাকি টেক্কা দিচ্ছি। তবে আমি তাঁদের বলব, আমার সন্তানকে তো আমরা লালনপালন করব, তাঁদের কী! যদিও আমাদের অনেক শুভানুধ্যায়ী আমাদের হয়ে ট্রোলিংয়ের জবাব দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা ছোট বয়সে এই সিদ্ধান্তটা যে নিতে পেরেছি, সেই কারণে আমাদের দু’জনের পরিবার খুব খুশি।”

অন্য বিষয়গুলি:

Rupsha Chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy