কিছু দিন হল শুরু হয়েছে সুশান্ত দাস প্রযোজিত ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। মা-হারা দুই বোনের জীবন নিয়ে ধারাবাহিকের গল্প। সেখানেই একটি দৃশ্যে দুই বোনের মৃত মায়ের ছবিকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী সাগরিকা রায়কে। সেখানেই ক্ষোভপ্রকাশ অভিনেত্রীর।
ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখানো হচ্ছে, বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে উজি এবং নিশা শহরে এসেছে। মিথ্যে গল্প তৈরি করে শিল্পপতির সঙ্গে ছোটবোন উজির বিয়ে দিচ্ছে নিশা। এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু, সেখানেই এক দৃশ্যে তাদের মৃত মায়ের ছবিতে দেখা গেল সাগরিকাকে। তাঁর দাবি, অনুমতি না নিয়েই চিত্রনাট্যের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে তাঁর ছবি। সাগরিকা বলেন, “এখানে কোনও ঝগড়া, ঝামেলা কিছুই হয়নি। সবাই আমরা বন্ধু। একসঙ্গে কাজ করি। প্রথমে এই ধারাবাহিকে কাজ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করাও হয়েছিল। কিন্তু তার পর আর কথা এগোয়নি। অন্য দিকে তখন আমি ‘ব্লু’জ প্রযোজনা সংস্থার ‘শোলক সারি’ ধারাবাহিকে অভিনয়ও করছিলাম।” অভিনেত্রীর দাবি, চূড়ান্ত কিছু জানানো হয়নি প্রযোজনা সংস্থার তরফে। পরে তিনি জানতে পারেন, একটি দৃশ্যে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের পরিচালক কী বললেন? এই ধারাবাহিক পরিচালনার দায়িত্বে রয়েছেন বাবু বণিক। পরিচালকের বক্তব্য, প্রকাশ্যে এই বিষয়ে কথা বলার আগে সরাসরি প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারতেন সাগরিকা। বাবু বলেন, “সাগরিকা দীর্ঘ দিনের পরিচিত। এই ধারাবাহিকে কাজের জন্য ওর সঙ্গে কথা হয়েছিল আমাদের। ওর অনুমতি নিয়েই ব্যবহার করা হয়েছে ছবি। আমাদের কথোপকথনের ‘স্ক্রিনশট’ও রয়েছে আমাদের কাছে। এই ঘটনার পর বার বার আমরা সাগরিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু ও কোনও উত্তর দেয়নি।” প্রযোজনা সংস্থার দাবি, কোনও অভিনেতাকেই অসম্মান করার উদ্দেশ্য নেই তাদের। প্রকাশ্যে কিছু বলার আগে যদি তাদের সঙ্গে ফোনে কথা বলতেন সাগরিকা, তা হলেই এই পরিস্থিতি তৈরি হত না।