Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৬ জানুয়ারি ২০২২ ই-পেপার

Sayantani Ghosh: যদিদং হৃদয়ং তব...

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক অনুগ্রহ তিওয়ারি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ০৬ ডিসেম্বর ২০২১ ০৭:৩৫
অনুগ্রহ এবং সায়ন্তনী।

অনুগ্রহ এবং সায়ন্তনী।
ছবি: অনির্বাণ সাহা।

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক অনুগ্রহ তিওয়ারি। রবিবার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠানের। লাল বেনারসির সঙ্গে সোনার গয়নায় ছিমছাম সেজেছিলেন অভিনেত্রী। মাথায় ছিল ফুলের সাজ আর কপালে চন্দনের ছোট্ট টিপ। বরের পরনে ছিল নকশা করা শেরওয়ানি। বিয়ের রীতিনীতি মেনেই মালাবদল, সিঁদুরদান সম্পন্ন হল। সিঁদুরদানের পাশাপাশি সায়ন্তনীকে মঙ্গলসূত্রও পরিয়ে দিলেন অনুগ্রহ। আর বিয়ের ফাঁকেই দেখা গেল অবাঙালি বরকে মন্ত্রের অর্থ হিন্দিতে অনুবাদ করে বুঝিয়ে দিচ্ছেন কনে। বিয়েতে উপস্থিত ছিলেন সায়ন্তনীর দীর্ঘ দিনের বন্ধু বরখা বিশ্‌ত। সঙ্গে ছিল তাঁর মেয়ে মীরা। এসেছিলেন মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার। কনেকে সাজিয়েছেনও তিনি। বিয়ের মেনুও সাজানো ছিল বাঙালি-অবাঙালি খাবারের মেলবন্ধনে। কচুরি, ছোলার ডাল, জাফরানি পোলাও, বেকড ফিশ, চিকেন টিক্কা লবাবদার, মাটন রোগান জোশ, নলেন গুড়ের রসগোল্লার পাশাপাশি ক্যারামেল কাস্টার্ডও ছিল তালিকায়। ছিল নিরামিষ খাবারের ব্যবস্থাও। ফিটনেস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অনুগ্রহের বাড়ি জয়পুরে। তাই মঙ্গলবারই নবদম্পতি পাড়ি দেবেন সেখানে। জয়পুরেই হবে রিসেপশন।

Advertisement


Tags:

আরও পড়ুন

Advertisement