Advertisement
E-Paper

সদ্য বিপন্মুক্ত সইফ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শহরে আসছেন না শর্মিলা ঠাকুর

সৌমিত্র-কন্যা পৌলমী জানিয়েছেন, ১৯ জানুয়ারি প্রয়াত অভিনেতার জন্মদিন উপলক্ষে শহরে আসার কথা ছিল শর্মিলা ঠাকুরের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:২১
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শহরে আসছেন না শর্মিলা ঠাকুর।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শহরে আসছেন না শর্মিলা ঠাকুর। ছবি: সংগৃহীত।

কথা ছিল, ১৯ জানুয়ারি কলকাতায় আসবেন শর্মিলা ঠাকুর। উপলক্ষ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। বাবার জন্মদিনে স্মারক বক্তৃতার আয়োজন করেছিলেন সৌমিত্র-কন্যা পৌলমী বসু। বৃহস্পতিবার ভোরে সইফ আলি খানের উপরে দুষ্কৃতী হামলা ঘটে। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন তিনি। এর পরেই শর্মিলা সিদ্ধান্ত নেন, আপাতত শহরে আসছেন না তিনি। ছেলেকে ছেড়ে অন্যত্র যাওয়ার প্রশ্নই নেই। একই সঙ্গে পারিবারিক নিরাপত্তার বিষয়টিও রয়েছে। সইফের পাশাপাশি পটৌদী পরিবারের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। প্রসঙ্গত, সইফের অস্ত্রোপচারের পরেই তাঁকে দেখতে যান শর্মিলা। শুক্রবার সকালেও ছেলেকে দেখতে হাসপাতালে গিয়েছেন বলে খবর।

বিস্তারিত জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল পৌলমীর সঙ্গে। তিনি বলেছেন, “বৃহস্পতিবার শর্মিলা ঠাকুর নিজেই যোগাযোগ করেন। জানান, তিনি কলকাতায় আসতে পারছেন না। আশ্বস্ত করেছেন, পুরো বিষয়টি মিটে যাওয়ার পর তিনি শহরে আসবেন।” সেই অনুযায়ী, পৌলমী আপাতত ‘সৌমিত্র চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা’ মুলতবি রেখেছেন।

জানিয়েছেন, বাকি নির্দিষ্ট অনুষ্ঠান যথাবিধি পালিত হবে। দুপুরে ‘চন্দনপুরের চোর’ নাটক মঞ্চস্থ হবে প্রয়াত অভিনেতার স্মরণে। পৌলমী জানিয়েছেন, নাটকটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা। আগে তাঁর পরিচালনায় নাটকটি একাধিক বার মঞ্চস্থ হয়েছে। এ বার পরিচালনা করবেন পৌলমী স্বয়ং। বিকেলে রূপম ইসলামের একটি ছোট্ট অনুষ্ঠান থাকবে। সন্ধ্যায় তিনটি নাটকের অংশ নিয়ে ‘শ্রুতি সংলাপ বিভঙ্গ’ নামক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। থাকবেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য এবং পৌলমী। ‘নামজীবন’, ‘রাজকুমার’, ‘নীলকণ্ঠ’ নাটকের টুকরো অংশ দিয়ে চিত্রনাট্য লেখা হয়েছে। সেই চিত্রনাট্য মেনে অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, সলিল চৌধুরীর গান গাইবেন শ্রীকান্ত।

soumitra chatterjee Sharmila Tagore Poulami Bose
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy