মা হবেন তিনি। আর ‘সেক্সিয়েস্ট মম’-এর মুকুট যে পাবেনই, তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি শ্বেতা সালভে। হিন্দি সিরিয়ালের জগতে বেশ পরিচিত মুখ। গত ১০ বছর ধরে চুটিয়ে কাজ করছেন। গ্ল্যামারাস পারফরম্যান্স দিয়ে মন জয় করেছেন দর্শকদের। সেই শ্বেতাই তাঁর জীবনে এ বার নতুন টুইস্ট যোগ করতে চলেছেন। মা হবেন নায়িকা। আপাতত চুটিয়ে প্রেগন্যান্সি উপভোগ করছেন। কখনও সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরা বেবি বাম্পের ছবি পোস্ট করছেন। কখনও বা বর হরমিত শেঠির সঙ্গে এক মজার ছবি পোস্ট করেছন। যেখানে শ্বেতার পেটের উপর লেখা রয়েছে ‘বেবি’। আর হরমিতের পেটে লেখা ‘বিয়ার’!
ইন্সটাগ্রামে ছবিটি পোস্ট করে হরমিত লিখেছেন, ‘টু মাই লাভলি ওয়াইফ, আমার সব ক্রাইমের পার্টনার।…আজকের আমিটাকে তৈরি করার জন্য অনেক ধন্যবাদ।’