Advertisement
২০ এপ্রিল ২০২৪
Actress

চলে গেলেন ‘পরিচয়’, ‘গরম হওয়া’-এর অভিনেত্রী গীতা কাক

১৯৭২ সালে মুক্তি পায় পরিচয়, ১৯৭৩ সালে গরম হাওয়া। ২১ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে এম এস সথ্যুর গরম হাওয়া সেরা ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার জিতে নেয়। আর প্রধান চরিত্রে অভিনয় করা গীতার হাতে তুলে দেওয়া হয় এক স্মারক সম্মান।

গীতা কাক। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

গীতা কাক। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ১৪:২২
Share: Save:

প্রয়াত হলেন অভিনেত্রী সিদ্ধার্থ গীতা সিদ্ধার্থ কাক। শনিবার মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে অন্যতম হল ‘পরিচয়’ ও ‘গরম হাওয়া’। গরম হওয়ায় আমিনা চরিত্রে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়।

১৯৭২ সালে মুক্তি পায় পরিচয়, ১৯৭৩ সালে গরম হাওয়া। ২১ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে এম এস সথ্যুর গরম হাওয়া সেরা ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার জিতে নেয়। আর প্রধান চরিত্রে অভিনয় করা গীতার হাতে তুলে দেওয়া হয় এক স্মারক সম্মান।

গুলজার পরিচালিত পরিচয় ছবি দিয়ে বলিউডে পা রাখা গীতা সত্তর, আশির দশকে বেশ পরিচিত মুখছিলেন। শোলে, ত্রিশূল, ডিস্কো ড্যান্সার, রাম তেরি গঙ্গা মইলি, নূরিয়ে, দেশ প্রেমী, ড্যান্স ড্যান্স, কসম পয়দা করনে ওয়ালে কি, সউকিন, আর্থ, এক চাদর মইলি সি, গমন, দুসরা আদমি-র মতো সিনেমাতে অভিনয় করেছেন গীতা।

গীতা দূরদর্শনের হোস্ট-প্রডিউসার, তথ্যচিত্র নির্মাতা সিদ্ধার্থ কাক-কে বিয়ে করেন। সিদ্ধার্থ ও গীতার এক মেয়ে রয়েছেন, অন্তরা। অন্তরাও একজন তথ্যচিত্র নির্মাতা। অভিনয় ছাড়াও গীতা সমাজকর্মী হিসেবেও পরিচিত।

আরও পড়ুন: হিটলারের আমলের লাইটার এখনও জ্বলছে !

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mumbai Actress Film Gita Kak
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE