স্বস্তিকা মুখোপাধ্যায়। এই নামটির আগে বিশেষণ অবান্তর! পর্দার বাইরে তাঁর ব্যক্তিত্ব ও সাজ সব সময় আলোচনার কেন্দ্রে থাকে। সুতির হোক বা ভারী বেনারসি, স্বস্তিকার অঙ্গে যেন নতুন সংজ্ঞা পায় যে কোনও শাড়ি। অভিনেত্রী শাড়ি পরতে ভালবাসেন। সেই শাড়িতেই দিদিকে সাজালেন বোন অজপা মুখোপাধ্যায়। শাড়ি পরার ধরনে যোগ করলে নাটকীয়তা। স্বস্তিকার সাজে উঠে এল দেশের চার প্রদেশের ছবি।