নাটক থেকে শুরু করে সিনেমা, তাঁর অভিনয়ের ভক্ত অনেকেই। স্পষ্ট কথা বলতেও পিছপা হন না অভিনেতা। আদিল হুসেন মনে করেন, মঞ্চাভিনেতাদের শ্রদ্ধা করা হয়। কিন্তু সিনেমার অভিনেতাদের মতো, তাঁরা দর্শকের ভালবাসা পান না। অভিনেতার সাম্প্রতিক মন্তব্য ঘিরেই চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।
আদিল জানিয়েছেন, সিনেমায় ক্যামেরার জন্যই অভিনেতাদের প্রতি দর্শকের আলাদা আকর্ষণ তৈরি হয়। কিন্তু মঞ্চের ক্ষেত্রে একাধিক অভিনেতা থাকেন। এনএসডি (ন্যাশনাল স্কুল অফ ড্রামা)-র প্রাক্তনী আদিল বলেন, ‘‘আমি দেখেছি, নাটকের অভিনেতাদের যথেষ্ট শ্রদ্ধা করা হয়, কিন্তু তাঁদের যতখানি ভালবাসা পাওয়ার কথা, তা পান না।’’
আরও পড়ুন:
অভিনেতা হিসেবে আদিলও যে শুরু থেকেই প্রচারের আলোর অপেক্ষায় ছিলেন, তা নয়। আদিল স্বীকার করে নিয়েছেন, ‘ইংলিশ ভিংলিশ’ ছবির পর থেকেই তিনি প্রচারের আলোয় চলে আসেন। তাঁর স্ত্রী নাকি আদিলকে প্রশ্ন করেন, অভিনেতা সম্ভাব্য প্রচারের আলোর জন্য তৈরি কি না। আদিল বলেন, ‘‘সেই ভয়ের জন্য যদি ছবিতে অভিনয় না করি, তার মানে আমি সামাজিক নিরাপত্তাহীনতাকে উস্কে দিচ্ছি। কিন্তু চরিত্রকে ভালবেসে ছবি করলে তার ফলাফলকেও আমাকে মেনে নিতে হবে।’’
তবে আদিল জানান, এ ক্ষেত্রে তিনি তাঁর স্ত্রীর একটি পরামর্শ মেনে সুফল পেয়েছিলেন। কোনও অনুরাগী যখন তাঁর প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা প্রদর্শন করতে চান, আদিল তখন এই ব্যক্তির জীবন সম্পর্কে প্রশ্ন করেন। অভিনেতার কথায়, ‘‘এই ভাবে বহু মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছে। তাঁদের জীবনের অনেক আকর্ষণীয় তথ্য জেনেও সমৃদ্ধ হয়েছি।’’ সম্প্রতি অনন্ত মহাদেবন পরিচালিত ‘দ্য স্টোরিটেলার’ ছবিতে আদিলের অভিনয় প্রশংসিত হয়েছে।