Advertisement
E-Paper

কোনও গেম খেলিনি বলে বলিউড আমাকে নিল না!

‘রকস্টার’ বা ‘দিল্লি ৬’-এর মতো ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। আসন্ন ‘ওয়াজির’-এ স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সঙ্গে রয়েছেন ফারহান আখতারও। কিন্তু তবুও তাঁর মনে হয় তিনি বলিউডে ব্রাত্য। ঠিক যেন এক ‘আউটসাইডার’। তিনি অদিতি রাও হায়দারি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:০৪

‘রকস্টার’ বা ‘দিল্লি ৬’-এর মতো ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। আসন্ন ‘ওয়াজির’-এ স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সঙ্গে রয়েছেন ফারহান আখতারও। কিন্তু তবুও তাঁর মনে হয় তিনি বলিউডে ব্রাত্য। ঠিক যেন এক ‘আউটসাইডার’। তিনি অদিতি রাও হায়দারি।

অভিনেত্রী হিসেবে তো নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু তবুও তাঁর নিজেকে ‘আউটসাইডার’ কেন মনে হয়?

অদিতির কথায়, ‘‘আসলে আমার পিছনে কোনও বড় প্রোডাকশন হাউস, কোনও পরিচালক, কোনও বড় তারকা ছিলেন না। আমি স্টেপ বাই স্টেপ ইন্ডাস্ট্রিতে এগিয়েছি। বাইরে থেকে এসেছিলাম। কাউকে চিনতাম না। কোনও গেম খেলার কথা ভাবিনি। পরিশ্রম করে অভিনয় করেছি। আজও প্রতিটি দিন আমি পরিশ্রম করি। আর এটা করতেই আমার ভাল লাগে।’’

গ্যালারিতে দেখুন, কে এই অদিতি?

এত দিন বি-টাউনে থাকার পর নিশ্চয়ই বড় পরিচালকদের সঙ্গে কাজ করার কথা নিজে থেকে বলেন নায়িকা? এখানেও ব্যতিক্রমী অদিতি। ‘‘আজও আমার সেই ক্ষমতা নেই যে আমি বলব আমি ওঁদের সঙ্গে কাজ করব বা ওঁদের সঙ্গে করব না। আমি শুধু অপশন থেকে বেছে নিতে পারি’’ জানালেন নায়িকা।

এত সাফল্য পাওয়ার পরও কোনও ইগো নেই তাঁর। এখনও বহু মানুষের পিছনে দাঁড়িয়ে অডিশন দিতে স্বচ্ছন্দ তিনি। আগামী ৮ জানুয়ারি মুক্তি পাবে ‘ওয়াজির’। আপাতত সেখানে অদিতির পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আরও পড়ুন, মন খারাপ হলে কলকাতায় চলে আসি: অমিতাভ

Aditi Rao Hydari entertainment news bollywood film wazir MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy