
করোনাকালে মন্দিরে বিয়ে সারবেন আদিত্য নারায়ণ

এই শীতেই সাত পাক ঘুরবেন আদিত্য নারায়ণ। আগামী ১ ডিসেম্বর প্রেমিকা শ্বেতা আগরওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন উদিত-পুত্র। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেই জানালেন সে কথা।
গত অক্টোবরেই আদিত্য জানিয়েছিলেন, নভেম্বর অথবা ডিসেম্বর মাসে তাঁরা বিয়ে সারবেন।
মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে আদিত্য জানিয়েছেন, মন্দিরে বিয়ে করবেন তাঁরা। ৫০ জন অতিথি থাকবেন তাঁদের বিয়ের অনুষ্ঠানে। তিনি বলেছিলেন, “আমরা ১ ডিসেম্বর বিয়ে করছি। কোভিডের সময় নিয়ম মেনে শুধুমাত্র আত্মীয় পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুরাই সেখানে উপস্থিত থাকবেন। খুবই সাধারণ ভাবে মন্দিরে বিয়ে হবে। তারপর ছোট করে রিসেপশন হবে। কোভিডের জন্য যেহেতু বাড়িতে বেশি লোকজন ডাকা যাবে না তাই টেলিভিশন এবং সঙ্গীত জগতের কাছে কিছু বন্ধুকে নিমন্ত্রণ করা হবে।”
আরও পড়ুন: মেকআপ রুমে অঙ্কের ক্লাস! অবসরে অঙ্ক নিয়ে মুখোমুখি দ্বারকানাথ, সতীশচন্দ্র
জীবনের নতুন অধ্যায় শুরু করছেন আদিত্য। শ্বেতার সঙ্গে ১০ বছরের সম্পর্ক তাঁর। ২০১০ সালে ‘শাপিত’ ছবির সেট থেকে তাঁদের প্রেমের কাহিনী শুরু হয়।
আরও পড়ুন: তারার হাট জমজমাট, অনির্বাণ-মধুরিমার রিসেপশনে
আপাতত বিয়ের প্রস্তুতির জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেবেন আদিত্য।
- Tags
- Aditya Narayan
- Actor
- Tollywood