অল্প বয়স থেকে রোজগার করছেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। আয়ের মাত্রা এমনই, যে মাত্র ৭ বছর বয়সে লক্ষ টাকা কর দিতে হয়েছিল তারকাপুত্রকে। গান গাওয়ার পাশাপাশি পড়াশোনাও করতেন। কিন্তু হামেশাই নাকি ছেলের গায়ে হাত তুলতেন উদিত।
আরও পড়ুন:
আদিত্যকে সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ে দেখা যাচ্ছে। সেখানেই আদিত্য বলেন, ‘‘ছোটবেলা থেকে বাবাকে কাছেই পাইনি। মাসে হয়তো তিন দিন বাড়ি থাকতেন। যদিও বাবা প্রচুর মারধর করতেন। কখনও আমার প্রশংসা করেননি। উনিশ থেকে বিশ হলেই কপালে জুটত মার। বাবা কড়া ছিলেন খুব। নিয়ম মেনে চলা মানুষ। যদিও বাবা যখন বাড়ি থাকতেন, পুরো সময়টা পরিবারকে দিতেন।’’ তবে বাবার কাছে ছোটবেলায় এত মার খেয়েও তাঁর কোনও অনুযোগ নেই। বরং আদিত্য বলেন, ‘‘বাবা ছোটবেলা থেকে সমালোচনা করেছেন বলেই নিজের পরিচিতি তৈরির খিদে তৈরি হয়েছিল। আজ আমি যে জায়গায় পৌঁছেছি, সেটার অন্যতম কারণ বাবার শাসন। এখনকার বাচ্চাদের গায়ে তো হাতই তোলা যায় না।’’
যদিও ছোট থেকেই নাকি রগচটা স্বভাবের ছেলে আদিত্য। তিনি তাঁর মেজাজের কারণে বিতর্কেও জড়িয়েছিলেন। তবে এখন আদিত্য অনেকটা শান্ত। এক কন্যার বাবা তিনি।