প্রাক্তন প্রেমিক থেকে নতুন ছবির চিত্র নাট্যকার, তাঁর নিশানায় সকলেই। একের পর এক বিস্ফোরক মন্তব্য। কখনও হৃতিক রোশনের বিরুদ্ধে ইমেল হ্যাক করার অভিযোগ, কখনও বা তাঁকে মানসিক ভাবে হেনস্থা করার অভিযোগ। কখনও আবার ১৭ বছর বয়সে শারীরিক ভাবে নির্যাতিতা হওয়ার কথা প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর অভিযোগের আঙুল বলি অভিনেতা আদিত্য পাঞ্চোলির দিকে।
হৃত্বিকের পাশে স্ত্রী সুজান দাঁড়ানোর পরই এ বার আদিত্য পাঞ্চোলিও মুখ খুললেন। বলিউড লাইফের খবর অনুযায়ী, এ বার কঙ্গনার বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপের হুঙ্কার ছেড়েছেন আদিত্য। তাঁর মন্তব্য, ‘‘ওর মানসিক সমস্যা আছে। তা না হলে কেউ এ ভাবে কথা বলে? এত দিন ইন্ডাস্ট্রিতে আছি, কেউ কখনও আমার বিরুদ্ধে কিছু বলেনি। ওর সব অভিযোগ মিথ্যে। আমি ও আমার স্ত্রী ওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব।’’
আরও পড়ুন, পাবলিসিটি স্টান্ট? কঙ্গনাকে খোলা চিঠি সোনা মহাপাত্রের