বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম রাধিকা আপ্তে। নায়িকাদের প্রসঙ্গ উঠলেই তাঁর নাম হয়তো প্রথম সারিতে উঠে আসে না। কিন্তু ছকভাঙা অভিনেত্রীর প্রসঙ্গে রাধিকার নাম উঠে আসে সবার আগে। কিন্তু হঠাৎ কোথায় উধাও তিনি?
একাধিক মনে রাখার মতো কাজ করেছেন রাধিকা। ‘লাস্ট স্টোরিজ়’, ‘সেক্রেড গেম্স’, ‘ঘোল’, -এর মতো কাজ রয়েছে তাঁর ওটিটি মঞ্চে। অভিনয়জগতে আসার আগে নাচ ও নাটকের মঞ্চে অভিজ্ঞতা অর্জন করেন রাধিকা। পুণেতে অভিনয়ের প্রশিক্ষণ নেওয়াও শুরু করেন। এর পরে তাঁর প্রথম বড়পর্দার কাজ— বাংলা ছবি ‘অন্তহীন’। প্রথম ছবিতেই প্রশংসা অর্জন করেন অভিনেত্রী। চলচ্চিত্রপ্রেমীরা তখনই অনুমান করেছিলেন, রাধিকা লম্বা দৌড়ের ঘোড়া।
অভিনয় জগতের দৌড়ের পাশাপাশি রাধিকার মন ছিল নিজের নিজের জীবন নিয়েও। গোপনে প্রেমিক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন তিনি। তার পরেই ফের মন দেন কাজে।
‘বদলাপুর’, ‘হান্টার’, ‘প্যাডম্যান’, ‘কাবালি’, ‘অন্ধাধুন’-এর মতো ছবিতে অভিনয় করেন। গত বছর মা হন রাধিকা। তার আগে নিজের স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আনেন অভিনেত্রী। কটাক্ষের শিকারও হয়েছিলেন তা নিয়ে।
আরও পড়ুন:
গত বছর মুক্তি পেয়েছিল রাধিকার ছবি ‘সিস্টার মিডনাইট’। তার পর থেকে আর তেমন কোনও খোঁজ নেই রাধিকার কাজের। মা হওয়ার পর থেকেই কি ক্রমশ কাজ কমিয়ে দিয়েছেন তিনি? সেই প্রশ্নও তুলেছেন অনুরাগীরা। তবে তাঁদের আরও একটি অনুমান, বড় কিছু নিয়ে খুব শীঘ্রই প্রত্যাবর্তন করবেন রাধিকা। আগেও বিরতি নিলে, প্রত্যাবর্তন করেছেন বড় কাজ নিয়েই। নিজের অভিনয় দক্ষতা বৃদ্ধি করার জন্য তিনি বিশেষ কোনও প্রশিক্ষণ নিচ্ছেন বলেও অনুমান অনেকের।
তবে রাধিকা নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করতে বেগ পেতে হয়েছিল তাঁকে। অভিনেত্রী জানান, অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পরে আনন্দিত হননি। বরং অস্বস্তিতেই পড়তে হয়েছে তাঁকে। রাধিকা বলেছেন, “প্রযোজক মোটেই খুশি হননি খবর পেয়ে। আমি ফুলে গিয়েছিলাম। শরীরে যন্ত্রণা ছিল। সব সময়ে খিদে পেত। তা সত্ত্বেও চাপা পোশাক পরতে বলা হত আমাকে। এমনকি শারীরিক অস্বস্তির সময়ে চিকিৎসকের কাছে পর্যন্ত যেতে দেওয়া হয়নি।”