সঞ্জয় কপূরের মৃত্যুর পর থেকেই জল্পনা চলছে, কে হবেন তাঁর বিপুল সম্পত্তির মালিক! এক সময় সঞ্জয়ের বাবা সামলাতেন সোনা কমস্টার-এর দায়িত্ব। তাঁর মৃত্যুর পর থেকে সঞ্জয় নিজেই ব্যবসা দেখভাল করতেন। তিনিই ব্যবসায় নতুন মাত্রা যোগ করেন, ভিন্ন উচ্চতায় নিয়ে যান। সঞ্জয়ের অকালমৃত্যুর পর তৈরি হয়েছে শূন্যতা। তাঁর দুই ছেলেই অপ্রাপ্তবয়স্ক। ফলে সোনা কমস্টার দেখাশোনার দায়িত্ব কার উপর বর্তাবে, তা নিয়ে জল্পনা চলছিল। সঞ্জয়ের চার সন্তানের মধ্যে করিশ্মার মেয়ে সামাইরা একমাত্র প্রাপ্তবয়স্ক। তাই তাঁর নামই উঠে এসেছে বার বার। কিন্তু পরিস্থিতি ঘুরে গেল গত কয়েক দিনে।
আরও পড়ুন:
সঞ্জয়ের অবর্তমানে তাঁর ব্যবসায় দায়িত্ব সামালাচ্ছেন তাঁর কোম্পানির সিইও বিবেক বিক্রম সিংহ। শেষকৃত্য সম্পন্ন হলে কোম্পানির ডিরেক্টরেরা ভোটাভুটির মাধ্যমে নতুন সভাপতি নির্বাচন করবেন বলে জানা গিয়েছিল। সেইমতো ২২ জুন সঞ্জয়ের স্মরণসভার পর এই কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় জেফরি মার্ক ওভারলিকে। পাশাপাশি, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কপূরকে নিযুক্ত করা হয় কোম্পানির নন-এগ্জ়িকিউটিভ ডিরেক্টর হিসেবে। পরামর্শদাতা হিসাবে কাজ করবেন প্রিয়া। কোম্পানির নীতি, কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারবেন তিনি। কিন্তু নিত্যনৈমিত্তিক কাজে যুক্ত থাকবেন না।