বাঙালির মিষ্টিপ্রীতি নিয়ে কোনও কথা হবে না। সন্দেশ হোক বা মনোহরা, পাতে পড়লেই পলকে সাফ! সেই ঘটনার ছায়া কি এ বার ছোট পর্দার দুনিয়াতেও? মিঠাই আর ‘উচ্ছেবাবু’র টক-ঝাল সম্পর্ক আস্তে আস্তে রসের ভিয়েনে মজে মিঠেকড়া হচ্ছে। সেই রসায়নে মাত দর্শক। রেটিংয়ে আবার বাংলার সেরা, সপ্তাহের সেরা জি বাংলার ‘মিঠাই’।