মাতৃত্বকালীন ছুটি প্রায় শেষের দিকে অভিনেত্রীর অহনা দত্তের। এই মুহূর্তে তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা। মাতৃত্বের এই সফর যে প্রতি মুহূর্তে উপভোগ করছেন, তাঁর সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই তা বোঝা যায়। কখনও রান্নাবান্না করছেন কখনও আবার স্বামী দীপঙ্করকে নিয়ে রিল বানাচ্ছে। কোনও সন্ধ্যায় খাওয়াদাওয়া করতে যাচ্ছেন। যদিও শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আর কিছুদিন বাদেই সংসারে আসতে চলেছে নতুন অতিথি। ২১ বছরে মা হচ্ছেন অহনা। তাই সন্তান প্রসব করতে চান একেবারে স্বাভাবিক পদ্ধতিতে। সেই কারণেই নিচ্ছেন প্রয়োজনীয় ব্যবস্থা।
আরও পড়ুন:
একটি ভিডিয়ো দিয়ে অহনা লেখেন, ‘‘আমি একেবারেই নিখুঁত নয়, কিন্তু প্রস্তুত।’’ অভিনেত্রী জানান, তিনি বাইরের খাবারের বদলে শাকসব্জি খাচ্ছেন। রোজ যোগাসন করছেন। এমন কিছু যোগাসন করছেন যেগুলি তাঁকে স্বাভাবিক প্রসবে সাহায্য করবে। কিছুদিন আগে তাঁর তৈরি একটি রিল ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। স্ফীতোদর নিয়ে তিনি এত লাফালাফি করেছেন, তা নিয়ে অনেক মন্তব্য শুনতে হয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আবার প্রমাণ পেলাম, মেয়েরা মেয়েদের ভাল সহ্য করতে পারে না। কেউ ভাবল না, আমি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একা হাতে সব সামাল দিচ্ছি। দীপঙ্করও আছে। কিন্তু ওকে তো কাজে যেতে হয়।” মায়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই। শাশুড়ি মা গত হয়েছেন। ফলে পরিবারে এখন অহনা, তাঁর স্বামী দীপঙ্কর এবং শ্বশুরমশাই। সুতরাং দিনের অর্ধেকটা একাই কাটাতে হয় তাঁকে। এই পরিস্থিতিতে দর্শকের মন্তব্যে অত্যন্ত বিরক্ত হন অহনা।